বাংলা

সারা বিশ্বে উচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড

CMGPublished: 2022-08-21 21:00:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মানব জাতির খাদ্য সরবরাহ জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯৯১ থেকে ২০১৭ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্র ২,৭০০ কোটি মার্কিন ডলারের খাদ্যশস্য ক্ষতিগ্রস্ত হয়। ২০১৫ সালে ইথিওপিয়ায় খরায় ১ কোটি মানুষ প্রভাবিত হয়েছে।

গত মে মাসে জাতিসংঘ প্রকাশিত ‘খরার পরিসংখ্যান প্রতিবেদন’ থেকে জানা গেছে, ১৯৯৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত সারা বিশ্বে খরায় অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল ১২,৪০০ কোটি মার্কিন ডলার।

ইউরোপীয় অর্থনীতিবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা অনুমান করে বলছেন, গত ১০ বছরে উচ্চ তাপমাত্রার কারণে ইউরোপে বার্ষিক জিডিপির প্রবৃদ্ধির হার ০.৫ শতাংশ কমেছে। আরও আশঙ্কাজনক যে, চলতি বছর ইউরোপে উচ্চ তাপমাত্রায় অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আগের দশকের মোট পরিমাণের চেয়ে দ্বিগুণ বেশি হবে।

বিশ্ব জলবায়ু সংস্থার মহাসচিব বলেছেন, চরম তাপমাত্রা অধিক থেকে অধিকতর-ভাবে দেখা দেবে। আমরা আরও চরম আবহাওয়া দেখতে পাবো। আমরা যেভাবে ব্যাপক পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন করছি, তার কুপ্রভাব অনেক বছর ধরে স্থায়ী হবে। বিশ্বব্যাপী নির্গমন কমানো বাস্তবায়িত হয়নি। সব দেশের সরকারকে এ ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

মারিয়া নেইরা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার সবচেয়ে ভালো উপায় হচ্ছে শূন্য কার্বন-ডাই-অক্সাইড নির্গমন বাস্তবায়ন, পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি ব্যবস্থাসহ সবার যৌথ প্রচেষ্টা।

রুবি/এনাম

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn