বাংলা

‘যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যসহ নানা স্থানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত

CMGPublished: 2022-08-14 19:24:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের মানবাধিকার একাডেমী হতে গত মঙ্গলবার ‘যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যসহ নানা স্থানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী অঞ্চলে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের বিপরীতে যুদ্ধ, মানবজাতির বিরুদ্ধে হুমকি, ইচ্ছামতো বন্দী রাখা, নির্যাতন, একতরফা-ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ নানা অপরাধ করেছে, যা মানবাধিকারের সংকট তৈরি করেছে এবং সুদূরপ্রসারী কুপ্রভাব ফেলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধ চালায়, বেসামরিক মানুষ হত্যা করে এবং অস্তিত্বের অধিকার লঙ্ঘন করে। প্রতিষ্ঠা থেকে দেশটি মাত্র ২০ বছর যুদ্ধ করেনি। যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধবাজ’ সাম্রাজ্য হিসেবে পরিচয় লাভ করেছে।

মার্কিন স্মিথসোনিয়ান ইন্সটিটিউশন জার্নালের পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০১ সাল থেকে সন্ত্রাস দমনের অজুহাতে চালানো যুদ্ধ ও সামরিক অভিযান পৃথিবীর ৪০ শতাংশ দেশ ছাড়িয়েছে। মিত্র দেশগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্র উপসাগরীয় যুদ্ধ, আফগান যুদ্ধ ও ইরাক যুদ্ধ পরিচালনা করেছে। পাশাপাশি, লিবিয়া যুদ্ধ ও সিরিয়া যুদ্ধে গভীরভাবে জড়িত হয়েছে যুক্তরাষ্ট্র। সে সব দেশে যুক্তরাষ্ট্র বিরল মানবিক দুর্যোগ তৈরি করেছে।

মার্কিন ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ‘যুদ্ধের মূল্য’ শীর্ষক গবেষণা থেকে জানা গেছে, ১ লাখ ৭৪ হাজার মানুষ সরাসরি আফগান যুদ্ধে নিহত হয়। তাদের মধ্যে ৪৭ হাজার বেসামরিক মানুষ। পর

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn