বাংলা

বৃটেন বিশ্ব শান্তির জন্য আসল হুমকি: সিএমজি সম্পাদকীয়

CMGPublished: 2022-07-25 22:24:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৫: সম্প্রতি বৃটেনের গোয়েন্দা সংস্থার মহাপরিচালক রিচার্ড মোর এক সাক্ষাত্কারে বলেছেন, চীনের ওপর নজরদারি করা বর্তমানে তাঁর সংস্থার প্রধান কাজ। সন্ত্রাস দমনের চেয়ে এটা গুরুত্বপূর্ণ। তাছাড়া, তিনি রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্য দিয়ে তাইওয়ান প্রণালীর বিষয়ে প্রতারণা করেন। বিদেশী গণমাধ্যমের সুত্র জানা গেছে, এটি তাঁর বিদেশে দেওয়া প্রথম স্বাক্ষাত্কার। তাই বৃটেনের গোয়েন্দা সংস্থার শীর্ষনেতা আন্তর্জাতিক মঞ্চে নিজের কণ্ঠ জানান দিতে চান, তা অতটা অবাক করার মতো নয়। সকল ব্রিটিশ জানেন যে, তাদের সে নেতা ব্রিগ্রিটির মতো উত্তপ্ত হতে চান। তবে স্পষ্টই যে, গুজব ছড়ানোর মাধ্যমে উত্তপ্ত হওয়া সম্ভব হবে না। তার কথিত ‘চীনা হুমকি’র প্রকৃতি হচ্ছে অপমান ও অপবাদ আজ (সোমবার) চায়না মিডিয়া গ্রুপের এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়েছে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মে মাসের পরিসংখ্যান অনুযায়ী, গত ৩০ বছরে চীনের সেনাবাহিনী পরপর ২৫টি জাতিসংঘের শান্তি রক্ষার অভিযানে অংশ নিয়েছে। তাতে ৫০ হাজার সেনা ছিলেন এবং ১৬জন সেনা ও কর্মকর্তা প্রাণ উত্সর্গ করেছেন। চীনের শান্তিরক্ষী সেনারা বেশ কয়েকবার জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। আর বৃটেন বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের অনুকরণে আন্তর্জাতিক সমাজে বৈরিতা সৃষ্টি করে, যা বিশ্বের অনেক দেশে ও অঞ্চলে হাঙ্গামা ও অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। দেশটি বিশ্ব শান্তির আসল হুমকি বটে।

Share this story on

Messenger Pinterest LinkedIn