বাংলা

করের বিষয়ে জনগণের চেয়ে ভোটকে অগ্রাধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র: সিএমজি সম্পাদকীয়

CMGPublished: 2022-07-07 21:55:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ৭: সম্প্রতি মার্কিন গণমাধ্যম ঘন ঘন তথ্য প্রকাশ করে বলছে, যুক্তরাষ্ট্রে চীনের ওপর থেকে সাবেক সরকারের আরোপ করা উচ্চ কর বাতিল নিয় আলোচনা হচ্ছে। বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, বাইডেন সরকার ক্ষুদ্র কর বাতিল করতে পারে। ক্ষুদ্র বলতে ১০০০ কোটি মার্কিন ডলার, যা মোট ৩৭ হাজার কোটি ডলারের করের ৩.৭ শতাংশ। আজ (বৃহস্পতিবার) চায়না মিডিয়া গ্রুপের এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে কিছু রাজনীতিকের স্বার্থপরতা এবং বিভিন্ন স্বার্থপর গ্রুপের মধ্যে প্রতিবন্ধকতার কারণে অনেক সময় বজ্র থেকে বৃষ্টি কম হয়। জনসাধারণ স্পষ্টই জানে: এক, মার্কিন রাজনীতিকরা দেশের স্বার্থে, প্রতিষ্ঠান ও জনসাধারণের চাহিদার জন্য রাজনৈতিক ক্ষতি বহন করবে না। দুই, চীনের ওপর থেকে কর আদায় যত দেরিতে বাতিল করবে যুক্তরাষ্ট্র, মার্কিন অর্থনীতি তত ক্ষতিগ্রস্ত হবে।

গত চার বছরে অগণিত তথ্য-উপাত্ত প্রমাণ করেছে যে, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক যুদ্ধ পুরোপুরি ব্যর্থ হয়েছে। ২০১৮ সালের মাঝারি থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত বাণিজ্যিক যুদ্ধের কারণে মার্কিনীরা অতিরিক্ত ১২,৯০০ কোটি মার্কিন ডলার ব্যয় করেছেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn