বাংলা

যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী ছায়াযুদ্ধ চালাচ্ছে: সিএমজি সম্পাদকীয়

CMGPublished: 2022-07-05 21:49:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ৫: মার্কিন ‘দ্য ইন্টারসেপ্ট’ ওয়েবসাইট সম্প্রতি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে বলে, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ‘১২৭ই’ নামক প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাপী অন্তত ২৩টি ছায়াযুদ্ধ চালিয়েছে। এর মধ্যে ১৪টি মধ্য-প্রাচ্যে ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। কেবল ২০২০ সালে কমপক্ষে ১৪টি প্রকল্প বাস্তবায়িত হয়। তাতে প্রমাণিত হয়েছে যে, যুক্তরাষ্ট্র বিশ্বের বিশৃঙ্খলার সৃষ্টিকারী। আজ (মঙ্গলবার)) চায়না মিডিয়া গ্রুপের এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সেগুলো গোপন রাখার চেষ্টা চালালেও আন্তর্জাতিক সমাজে তা গোপন থাকেনি। কথিত ছায়াযুদ্ধ মানে কিছু বড় দেশ সংঘাতে সরাসরি জড়িত না থেকে তাদের এজেন্টদের মাধ্যমে যুদ্ধ চালায়। যার লক্ষ্য হচ্ছে সর্বনিম্ন ঝুঁকিতে সর্বোচ্চ স্বার্থ লাভ করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধের অবসান ঘটার পর থেকে ছায়াযুদ্ধ বিশ্ব সংঘাতের অন্যতম প্রধান পদ্ধতিতে পরিণত হয়েছে।

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, ১৯৫৫ সালে সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন যে, ‘ছায়াযুদ্ধ’ বিশ্বের সবচেয়ে সস্তা বীমা। দ্য ইন্টারসেপ্ট ওয়েবসাইটের তথ্য কেবল কয়েক দশকে যুক্তরাষ্টের অগণিত তত্পরতার কিছুটা। মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ বা ল্যাতিন আমেরিকা সহ বিশ্বের প্রত্যেক হাঙ্গামার আড়ালে রয়েছে যুক্তরাষ্ট্রের ভূমিকা।

Share this story on

Messenger Pinterest LinkedIn