বাংলা

আফ্রিকান আমেরিকানকে গুলি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের লজ্জা: সিএমজি সম্পাদকীয়

CMGPublished: 2022-07-04 22:26:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ৪: দু’বছর আগে মার্কিন পুলিশের হাঁটুর নিচে কাতরাতে কাতরাতে নিহত হয়েছে ফ্লোয়েড। তার “আমি শ্বাস নিতে পারছি না” কথাটি এখনও যেন শোনা যাচ্ছে। তবে মার্কিন পুলিশ সম্প্রতি আবারও এক আফ্রিকান আমেরিকানের ওপর সহিংসতার সঙ্গে আইন প্রয়োগ করেছে। গতকাল (রোববার) যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের আকরণ শহরের পুলিশ কয়েক দিন আগে পুলিশের গুলিতে জায়াল্যান্ড ওয়াল্কার নামের এক আফ্রিকান আমেরিকান নিহত হওয়ার ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যায়, আটজন পুলিশ পরিবহন চেক করার সময় গাড়ি ছেড়ে পালানো সে আফ্রিকানকে টানা গুলিবর্ষণ করে, যা খুবই মর্মান্তিক আজ (সোমবার) চায়না মিডিয়া গ্রুপের এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, পুলিশ ৯০ বারের মতো গুলি নিক্ষেপ করেছে। জায়াল্যান্ড ওয়াল্কারর মরদেহে ৬০টি আঘাত পাওয়া গেছে। আজ (সোমবার) ৪ জুলাই হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এ দিবস উপলক্ষ্যে জায়াল্যান্ড ওয়াল্কার তার রক্ত দিয়ে দেশটির স্বাধীনতা ঘোষণায় নির্ধারিতত ‘সবাই সমান” শীর্ষক সাংগঠনিক চেতনাকে লজ্জা দিয়েছে। দ্য বোস্টন গ্লোব সমালোচনা করে বলেছে, ‘মন্দ জুনের পর আসছে ৪ জুলাই স্বাধীনতা দিবস। তাতে উদযাপনের কি আছে?

Share this story on

Messenger Pinterest LinkedIn