বাংলা

৫ বছর নতুন উন্নয়ন বাস্তবায়ন করবে হংকং: সিআরআই সম্পাদকীয়

CMGPublished: 2022-07-02 17:10:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২: ‘আগামি ৫ বছর হবে হংকংয়ের নতুন পরিস্থিতি সৃষ্টি ও নতুন উন্নয়ন বাস্তবায়নের মৌলিক পর্যায়। সুযোগ ও চ্যালেঞ্জ একসঙ্গে বিদ্যমান রয়েছে; তবে, সুযোগ চ্যালেঞ্জের চেয়ে বেশি।’ গতকাল (শুক্রবার) আয়োজিত হংকংয়ের মাতৃভূমিতে ফিরে আসার ২৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং হংকংয়ের আগামি ৫ বছরের উন্নয়ন বিষয়ে ৪টি প্রত্যাশা ব্যক্ত করেছেন, যা হংকংকে আরো সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নেয়ার দিকনির্দেশনা প্রদান করেছে।

সিপিসির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে প্রেসিডেন্ট সি চিন পিং বরাবরই হংকংয়ের সমৃদ্ধি, স্থিতিশীলতা, ও হংকংয়ের অধিবাসীদের কল্যাণের উপর অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছেন। তিনি বলেন, উন্নয়ন হচ্ছে হংকংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যা হংকংয়ের নানা সমস্যা সমাধানের সোনার চাবি। আগামি ৫ বছর এ সোনার চাবি তৈরী করতে চারটি প্রত্যাশার কথা বলেছেন সি চিন পিং। আর তা হলো: প্রশাসনের মান উন্নত করা, উন্নয়নের প্রাণশক্তি জোরদার করা, সত্যিকারার্থে জনগণের সমস্যা সমাধান করা, এবং একযোগে সম্প্রীতি ও স্থিতিশীলতাকে রক্ষা করা।

তিনি আশা করেন, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের নতুন সরকার বাস্তব কার্যক্রমের মাধ্যমে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি বাস্তবায়ন করবে এবং হংকংয়ের অধিবাসীদের সমস্যাগুলো সমাধান করবে। তাতে পূর্ণভাবে প্রতিফলিত হয় যে, চীনের কেন্দ্রীয় সরকারের মন হংকংয়ের অধিবাসীদের মনের সাথে ‘পুরোপুরি’ সংযুক্ত রয়েছে।

নিরাপত্তা হচ্ছে উন্নয়নের ভিত্তি। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট সি বলেন, অনেক ঘটনা অতিক্রম করে সবাই গভীরভাবে উপল্বদ্ধি করছে যে, হংকংয়ে আর বিশৃঙ্খলা হবে না। হংকংয়ের উন্নয়ন আর বিলম্বিত হবে না। সববাধা দূর করে উন্নয়নকে ফোকাস করতে হবে।

ইতিহাসের দীর্ঘ নদীতে বিগত ২৫ বছর সময় একটি ঝলকানি মাত্র। তবে, তা হংকংয়ের জন্য দারুন তাৎপর্যপূর্ণ। তা ‘এক দেশ, দুই ব্যবস্থা’র সফলতা প্রমাণ করেছে। এ ভালো ব্যবস্থা দীর্ঘমেয়াদে অবিচল থাকবে। ভবিষ্যতে দেশের চাহিদা পুরণ করে হংকংয়ের সুযোগসুবিধা কাজে লাগিয়ে ‘প্রাচ্যের মুক্তা’ অবশ্যই নতুন উন্নয়ন বাস্তবায়ন করবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn