বাংলা

বন্দুক সহিংসতা মার্কিন রাজনীতিকদের জনগণের প্রাণের অধিকারকে উপেক্ষা করার প্রমাণ: সিআরআই সম্পাদকীয়

CMGPublished: 2022-05-25 20:17:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ২৫: গতকাল (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের সিনেটর ক্রিস মারফি সেদিনের টেক্সাসের গুলিবর্ষণের ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘এধরনের ঘটনা শুধু আমাদের দেশেই ঘটতে পারে। পৃথীবির অন্য কোনো দেশে এটি ঘটা সম্ভব নয়’। এদিন টেক্সাসের একটি প্রাথমিক স্কুলে একটি গুরুতর বন্দুক সহিংসতায় ১৯ শিশুসহ মোট ২১ জন নিহত হয়েছে।

এটি একটি হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা। এসব নিহত শিশুরা ছিলো তাদের পরিবারের আশা। তাদের সুন্দর ভবিষ্যত ছিল। তবে, এখন তারা বন্দুক সহিংসতার শিকার হয়েছে। তারও ১০ দিন আগে নিউইয়র্কের একটি সুপার মার্কেটে বন্দুক সহিংসতায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

এ ধরনের দুর্ঘটনার কারণে মার্কিন জনগণ বিপন্ন বোধ করছেন। সেদেশের বিচার বিভাগের তথ্যে দেখা যায়, ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত, মার্কিন বন্দুক নির্মাতারা বেসামরিক বাজারের জন্য ১৩.৯ কোটি বন্দুক তৈরী করেছে। শুধু ২০২০ সালেই তারা ১.১৩ কোটি বন্দুক তৈরী করেছে।

যুক্তরাষ্ট্রের বন্দুক মালিকদের বৃহত্তম সংস্থা ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব আমেরিকা দেশের প্রেসিডেন্ট নির্বিচনসহ অনেক খাতে বড় রকমের প্রভাব ফেলতে সক্ষম। ফলে সেদেশে বন্দুক নিয়্ন্ত্রণ করা যাচ্ছে না বলে অনেকে মনে করছে। তবে, সবকিছুর মূলে রয়েছে জনগনের প্রাণের অধিকারের প্রতি মার্কিন রাজনীতিকদের উপেক্ষা।

তার পরেও কেউ জানে না, আর কত প্রাণ হারালে, মার্কিন রাজনীতিকদের ভাবনা পরিবর্তন হবে।মানবাধিকার নিয়ে তারা ভন্ডামি থেকে ফিরে আসবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn