বাংলা

বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্র্রের নির্মম বাস্তবতা

CMGPublished: 2022-05-25 16:46:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গতকাল (মঙ্গলবার) দক্ষিণ টেক্সাসের উভালদ শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১৯ শিশু এবং দুই শিক্ষক নিহত হয়েছেন। সেসঙ্গে বন্দুকধারীও নিহত হয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নিহত শিশুদের জন্য তিনি মর্মাহত বলে জানান।

আঠারো বছর বয়সী বন্দুকধারী নিজেও এক হাইস্কুলের শিক্ষার্থী। এ দুর্ঘটনায় অনেকগুলো সম্ভাবনাময় জীবন নিমিষেই শেষ হয়ে গেছে।

মার্কিন সরকার মানবাধিকার রক্ষা করার কথা বার বার বলে থাকে, তবে বাস্তবতা হল তারা এ ক্ষেত্রে কিছুই করেনি বা করতে পারে না।

গত একমাসে যুক্তরাষ্ট্রে ৩৩টি শুটিংয়ের ঘটনা ঘটেছে। যখনই এমন দুর্ঘটনা ঘটে, তখনই বন্দুক নিয়ন্ত্রণের কথা আসে। কিন্তু দুই সপ্তাহ পরে কেউ আর এই সম্পর্কে কথা বলে না এবং কিছুই পরিবর্তন হয় না। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্মম বাস্তবতা। বন্দুক নিয়ন্ত্রণের বিষয়টি সবসময় মানুষের মনেই থেকে যায়, কখনো বাস্তবায়ন হয় না।

Share this story on

Messenger Pinterest LinkedIn