বাংলা

জাপানকে তার পরমাণু বর্জ্যপানি সাগরে ফেলার পরিকল্পনা থামাতে হবে: সিআরআই সম্পাদকীয়

CMGPublished: 2022-04-12 20:06:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ১২: আজ থেকে এক বছর আগে অর্থাত্ গত বছরের ১৩ এপ্রিল জাপান সরকার ফুকুশিমা পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের পরমাণু বর্জ্যপানি সাগরে ফেলার পরিকল্পনা ঘোষনা করেছিল । সম্প্রতি জানা গেছে, আগামি কয়েক দিনের মধ্যে টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি সেই বর্জ্যপানি সাগরে ফেলার ড্রেইনেজ নির্মাণ শুরু করবে। পরিকল্পনা অনুসারে, ২০২৩ সালের বসন্তকালে আনুষ্ঠানিকভাবে সেই পানি সাগরে ফেলবে জাপান।

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক তীব্র বিরোধিতা উপেক্ষা করে টোকিও বিদ্যুত কোম্পানিটি পরিকল্পনা অনুসারে যাবতীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। তাতে জাপানের আসল ইচ্ছা প্রকাশিত হয়েছে।

তবে বর্জ্যপানি সাগরে ফেলা শুধু জাপানের নিজস্ব ব্যাপার নয়। কারণ এটি বৈশ্বিক সাগরের পরিবেশ ও বিভিন্ন দেশের জনগণের প্রাণ ও স্বাস্থ্যের সাথে জড়িত। বিশেষজ্ঞরা জানান, যদি জাপান এই পানি সাগরে ফেলে, তাহলে ৫৭ দিনের মধ্যে তা প্রশান্ত মহাসাগরের অধিকাংশ এলাকায় পৌঁচে যাবে। আর ১০ বছর পর বিশ্বের সব সাগরকে প্রভাবিত করবে।

পৃথিবী হচ্ছে মানবজাতির অভিন্ন বাসা। মানবজাতির পরবর্তী প্রজন্মের জন্য জাপানের উচিত শিগগিরই সংশ্লিষ্ট ভুল সিদ্ধান্ত থেকে সরে আসা। নতুবা তাদের নিজ দেশের জনগণ ও আন্তর্জাতিক সমাজকে একটি যথাযথ উত্তর দিতে হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn