বাংলা

চীন-ইউরোপ সম্পর্কের স্থিতিশীলতা দিয়ে ‘বিশ্বের অস্থিতিশীলতা’ মোকাবিলা করতে হবে: সম্পাদকীয়

CMGPublished: 2022-04-02 20:39:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২: চীন ও ইউরোপের উচিত বিশ্বের শান্তির পক্ষের শক্তি হওয়া। চীন-ইউরোপ সম্পর্কের স্থিতিশীলতা দিয়ে বিশ্বের অস্থিতিশীলতা মোকাবিলা করতে হবে। গতকাল (শুক্রবার) রাতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ইউরোপীয় পরিষদের সভাপতি চার্লস মিশেল ও ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেয়েনর সাথে অনলাইনে এক বৈঠকে এ কথা বলেন।

এ বৈঠক বিশ্বের কাছে শান্তি ও উন্নয়নের ইঙ্গিত দিয়েছে। শান্তি হলো উন্নয়নের ভিত্তি। ইউক্রেন সংকট মোকাবিলায় চীন ও ইউরোপের অভিন্ন শান্তিপূর্ণ দাবি রয়েছে। বিশেষ করে, ইউরোপের জন্য, কারণ শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংকট মোকাবিলা ইউরোপের জন্য অনুকূল।

এ বৈঠকে চীনা প্রেসিডেন্ট আবারো ইউক্রেন সংকট মোকাবিলায় চীনের চার দফা প্রস্তাব দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ আলোচনা ত্বরান্বিত করা এবং মানবিক সংকটের আরো অবনতি ঠেকানো এবং ইউরোপ ও এশিয়া-ইউরোপের দীর্ঘকালীন শান্তির জন্য কাজ করা উচিত।

পরিকল্পনা অনুযায়ী, চীন ও ইউরোপের শীর্ষ বৈঠকের পর আরো ৫টি উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হবে। এতে খাদ্য, জ্বালানি, অর্থনৈতিক নীতি ইত্যাদি বিষয় নিয়ে মত বিনিময় করা হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn