বাংলা

যুক্তরাষ্ট্র আসল গণহত্যাকারী: সিআরআই সম্পাদকীয়

CMGPublished: 2022-03-04 21:00:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বুধবার) ‘রেড ইন্ডিয়ানদের গণহত্যার ইতিহাস ও বাস্তব প্রমাণ’ শীর্ষক একটি নিবন্ধ প্রকাশ করেছে। তাতে যুক্তরাষ্ট্রের আদিবাসীদের গণহত্যার পাশাপাশি তাদের সংস্কৃতি ধ্বংস সম্পর্কেও বর্ণনা করা হয়েছে। নিবন্ধে তথ্যউপাত্তের সাহায্যে যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ তুলে ধরা হয়। আজ (বৃহস্পতিবার) চীন আন্তর্জাতিক বেতারের সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়েছে, রাষ্ট্র প্রতিষ্ঠার থেকেই যুক্তরাষ্ট্র বিভিন্ন নির্যাতনের মাধ্যমে আদিবাসীদের অস্তিত্বের অধিকার ও মূল রাজনৈতিক, সংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে আসছে। আন্তর্জাতিক আইন ও মার্কিন আইন অনুযায়ী, দেশটির এমন আচরণ পুরোপুরি গণহত্যা।

সম্পাদকীয়তে আরও বলা হয়, আদিবাসীদের জনসংখ্যা ১৪৯২ সালের ৫০ লাখ থেকে কমে বিশ শতকে তা ২.৫ লাখে দাঁড়িয়েছে। দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্র নিজেকে মানবাধিকারের রক্ষক হিসেবে গণ্য করে। দেশটি মাঝেমধ্যেই অন্য দেশের মানবাধিকার নিয়ে কথা বলে। এসব আসলে নিজের খারাপ মানবাধিকার অবস্থা ঢাকার অপচেষ্টা, যা আন্তর্জাতিক সমাজের সমালোচনা কুড়ায়।

Share this story on

Messenger Pinterest LinkedIn