বাংলা

বেইজিং প্যারালিম্পিক গেমসে চীনের মানবিক অগ্রগতি প্রতিফলিত হয়েছে: সিআরআই সম্পাদকীয়

CMGPublished: 2022-03-04 19:08:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ৪: আজ (শুক্রবার) সন্ধ্যায় বেইজিং শীত্কালীন প্যারালিম্পিক গেমস উদ্বোধন হবে। দুটো শীত্কালীন অলিম্পিক গেমস একই রকম চমত্কারিত্ব দেখাবে এবং আয়োজক স্থল হিসেবে বেইজিং ক্রীড়াবিদদের পরিশ্রম ও অগ্রগতির বিশ্ব মঞ্চে পরিণত হবে। আন্তর্জাতিক প্যারালিম্পিক গেমসের চেয়ারম্যান এন্ড্র পার্সন্স বলেন, বেইজিং প্যারালিম্পিক গেমসের সেচ্ছাসেবকদের সেবা খুব ভালো, তাতে সবাই চীনাদের উদ্যম অনুভব করেছেন। আন্তর্জাতিক প্যারালিম্পিক গেমসের ল্যান্ডস্কেপ ব্র্যান্ড ব্যবস্থাপক বলেন, চীনারা বিষ্ময়কর ভালো কাজ করেছেন। গত ৬ বছর ধরে চীন বেইজিং শীত্কালীন প্যারালিম্পিক গেমসের জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়েছে। তা আন্তর্জাতিক মহলের উচ্চ মূল্যায়ন লাভ করেছে। আজ (শুক্রবার) চীন আন্তর্জাতিক বেতারের (সিআরআই) এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়েছে, চীনের গত ৬ বছরের প্রচেষ্টায় প্রতিবন্ধীদের যত্ন নেওয়ার উষ্ণতা দেখা গেছে। নরওয়ের ক্রীড়াবিদ জেসপার পিটারসন বলেন, ‘এখন আমি আরো ভালো করতে পারবো বলে বিশ্বাস করি’।

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, এবারের শীত্কালীন প্যারালিম্পিক গেমসে ব্যবহৃত হবে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের সবসরঞ্জাম এবং ব্যবস্থাপনা। সবকিছুই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তৈরি ও রূপান্তর করা হয়েছে, যাতে প্রতিবন্ধীদের ব্যবহারের জন্য সহায়ক হয়।

Share this story on

Messenger Pinterest LinkedIn