বাংলা

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস বিশ্বে ‘ঐক্যের শক্তি’ যোগাবে: থমাস বাখ

cmgPublished: 2022-02-04 17:20:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বর্তমান বিশ্বের অবস্থা জটিল ও উত্তেজনাময়। কোভিড-১৯ মহামারী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে অলিম্পিকের চেতনা আরও বেশি প্রয়োজন। বিশ্বের ১৯০টি দেশকে ঐক্যবদ্ধ হয়ে আরও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। এটি হলো বেইজিং অলিম্পিক গেমসের স্লোগান ‘যৌথভাবে অভিন্ন ভবিষ্যতের জন্য’-এর উদ্দেশ্য। এটি অলিম্পিক গেমসের মানবজাতিকে একত্রিত করার দায়িত্ব ও প্রতিশ্রুতির সঙ্গে সংগতিপূর্ণ।

ছয় বছরের প্রস্তুতির পর, মহামারীর মধ্যেই বেইজিং শীতাকালীন অলিম্পিক গেমস সময়মতো আয়োজিত হচ্ছে। এতে বিশ্বে ঐক্যের প্রতি চীনের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।

এদিকে, ৩০ জনেরও বেশি আন্তর্জাতিক নেতা বেইজিং শীতাকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। সম্প্রতি জাতিসংঘ ইতিহাসে প্রথম বারের মতো শীতকালীন অলিম্পিক গেমস উপলক্ষ্যে বিশেষ ডাকটিকিট প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের আইস হকি স্টেডিয়ামে চায়নিজ লাল লাইট জ্বালানো হয়েছে। মিসরের কায়রো টাওয়ারে ‘বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস’ লাইট জ্বালানো হয়েছে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ক্রীড়ার চেতনা দিয়ে বিশ্বের ঐক্য জোরদারের চমত্কার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলার কাজে গতি সৃষ্টি হয়েছে।

আমি চীনা বন্ধুদের সঙ্গে বেইজিং শীতাকালীন অলিম্পিক গেমসের আনন্দ ভাগ করতে চাই। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেন। তিনি বলেন, ক্রীড়া হলো মানবজাতির সভ্যতার একটি বিশেষ অংশ। অলিম্পিক গেমস আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে দূরত্ব কমে যাবে এবং সমঝোতা বাড়বে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn