বাংলা

‘উন্মুক্ত অলিম্পিক’-এর ধারণা চীন তথা বিশ্বের জন্য কল্যাণকর

cmgPublished: 2022-02-03 16:11:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এদিকে স্টেডিয়ামের নির্মাণ, তুষার তৈরী, প্রতিযোগিতা আয়োজন ও প্রশিক্ষণের ক্ষেত্রে চীন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা চালিয়ে ধারাবাহিক যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছে এবং সার্বিকভাবে আন্তর্জাতিক ক্রীড়া যোগাযোগ ত্বরান্বিত করেছে।

মার্কিন স্নোবোর্ডার শন হোয়াইট নিজেকে ‘চীনের কট্টর ভক্ত’ বলে দাবি করেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন: ‘চিয়ার্স: আমরা চীনে যাচ্ছি!’ পাকিস্তানের বিশেষজ্ঞ শাকর আহমেদ রামায় সম্প্রতি প্রকাশিত এক প্রবন্ধে বলেন, সার্বিক উন্মুক্তকরণ নিশ্চিত করার জন্য চীন অলিম্পিকে আন্তর্জাতিক সমাজের সার্বিক অংশগ্রহণের নতুন কাঠামো গড়ে তুলেছে।

চীনের ‘শীতকালীন ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা (২০১৬-২০২৫)’ অনুযায়ী, ২০২৫ সালে চীনের শীতকালীন ক্রীড়া শিল্পের পরিমাণ হবে এক ট্রলিয়ন ইউয়ান আরএমবি। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে।

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের একটি প্রতিযোগিতা এলাকা চাংচিয়াখৌ শহর। ২০২১ সাল পর্যন্ত শহরটি মোট ৫৪টি বরফ ও তুষার সরঞ্জাম গবেষণা ও উত্পাদন প্রকল্পে স্বাক্ষর করেছে। ফ্রান্সের এমএনডি ক্যাবল, সুইস বিএমএফ রোপওয়ে ও ইতালীয় স্কাই আইস স্নো মেশিনসহ বিভিন্ন বিশ্ববিখ্যাত্ প্রতিষ্ঠান চীনে বিনিয়োগ করেছে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ সম্প্রতি বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস বিশ্বের জন্য সমৃদ্ধ উত্তরাধিকার রেখে যাবে। চীনের ’শীতকালীন ক্রীড়ায় ৩০ কোটি মানুষের সংযুক্তি’র পরিকল্পনা ও এর বাস্তবায়ন বিশ্বকে বরফ ও তুষার ক্রীড়ার নতুন যুগে প্রবেশ করাবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn