বাংলা

৫টি প্রস্তাব চীন-মধ্য এশিয়া সম্পর্কের নতুন যুগ উন্মোচন করেছে

CMGPublished: 2022-01-26 19:25:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ২৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে চীন ও মধ্য এশিয়ার পাঁচটি দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকীর ভিডিও শীর্ষসম্মেলনের সভাপতিত্ব করেছেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

প্রেসিডেন্ট সি তাঁর ভাষণে দ্বিপক্ষীয় সার্বিক সহযোগিতা সম্প্রসারণের জন্য ৫টি প্রস্তাব দিয়েছেন। যা মধ্য এশিয়ার পাঁচটি দেশের নেতাদের অভিন্ন সমর্থন পেয়েছে। শীর্ষসম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফলতা হিসেবে, দু’পক্ষ চীন-মধ্য এশিয়ার অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলার কথা ঘোষণা করেছে, পারস্পরিক সম্পর্কের নতুন যুগ উন্মোচন করেছে।

চীনের বসন্ত উত্সব ও বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস উদ্বোধনের প্রাক্কালে, চীন ও মধ্য এশিয়ার পাঁচটি দেশ যৌথভাবে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উদযাপন করেছে এবং প্রথমবারের মতো যৌথ শীর্ষবৈঠক আয়োজন করেছে। যা পরবর্তী পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ। পাঁচ দেশের নেতারা বলেন, তাঁরা বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

শীর্ষসম্মেলনে প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, অনেক উন্নত হলেও চীন সবসময় মধ্য এশীয় দেশের নির্ভরযোগ্য ভালো প্রতিবেশী, ভালো বন্ধু, ভালো অংশীদার দেশ। চীন দৃঢ়ভাবে মধ্য এশিয়ার সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাওয়াকে সমর্থন করে। চীন বিভিন্ন দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় সমর্থন করবে। চীন মধ্য এশীয় দেশের সঙ্গে হাতে হাত রেখে আরও ঘনিষ্ঠ চীন-মধ্য এশিয়া অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলতে চায়।

চীনের ৫টি প্রস্তাব নিশ্চয় চীন ও মধ্য এশিয়ার জনগণের জন্য কল্যাণকর হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn