বাংলা

বিশ্ব অর্থনীতি ফোরামে যুগের জিজ্ঞাসার উত্তর দিয়েছে চীন: সিআরআই সম্পাদকীয়

CMGPublished: 2022-01-18 19:40:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ১৮: বিশ্ব অর্থনীতি ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শোয়াব বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নেয়ার ক্ষেত্রে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণ একটি মাইলফলক। ভাষণে চীন ও বিশ্ব আগামি কয়েক বছর কীভাবে আরো সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে-তার দিকনির্দেশনা প্রদান করেছেন প্রেসিডেন্ট সি।

গতকাল (সোমবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিং থেকে অনলাইনে বিশ্ব অর্থনীতি ফোরামে গুরুত্বপূর্ণ এক ভাষণ দিয়েছেন। এটি ছিল নতু্ন বছরে প্রেসিডেন্ট সির প্রথম বহুপক্ষীয় কূটনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ। তাতে প্রেসিডেন্ট সি গোটা বিশ্বের বৃহত্ চ্যালেঞ্জ্য মোকাবিলার প্রস্তাব উত্থাপন করেছেন এবং বিশ্বকে স্পষ্টভাবে দেখিয়েছেন যে বৈশ্বিক সহযোগিতা এগিয়ে নেয়ায় চীন দৃঢ়প্রতিজ্ঞ।

এ নিয়ে তৃতীয়বার বিশ্ব অর্থনীতি ফোরামে চীনা বক্তব্য তুলে ধরেছেন প্রেসিডেন্ট সি চিন পিং। এর আগে প্রেসিডেন্ট সি পৃথকভাবে ২০১৭ এবং ২০২১ সালে ওই ফোরামে ভাষণ দেন। তাতে প্রকৃত বহুপক্ষবাদ বজায় রাখাসহ নানা বিষয়ে চীনের ধারণা ও পদ্ধতি ব্যাখা করেন।

নতুন পরিবর্তনশীল সময়ে প্রবেশ করেছে বিশ্ব। মহামারীকে পরাজিত এবং মহামারী-উত্তর বিশ্বকে নির্মান করার বিষয়ে সবাই চিন্তাভাবনা করছেন। এ নিয়ে প্রেসিডেন্ট সি এবারে চারটি প্রস্তাব উত্থাপন করেছেন। তা হলো: “হাতে হাত রেখে সহযোগিতা চালানো, ঐকবদ্ধভাবে মহামারীকে জয় করা”, “বিভিন্ন ধরনের ঝুঁকি মোকাবিলা করা, বৈশ্বিক অর্থনীতির স্থিতিশিলতা ও পুনরুদ্ধার তরানিত্ব করা”, “উন্নয়ন খাতের সমস্যা মোকাবিলা করা, বৈশ্বিক উন্নয়ন পুনরুদ্ধার করা”, এবং “স্নায়ু যুদ্ধের চিন্তাধারা ত্যাগ করা, শান্তিপূর্ণ সহাবস্থান, ও পারস্পরিক কল্যাণ বাস্তবায়ন করা।” এ চারটি প্রস্তাব আন্তর্জাতিক সমাজকে চলমান সমস্যা সমাধানের পথ বাতলিয়েছে।

আর মাত্র ১০ দিনেরও কিছু বেশি সময় পর, চীনের চান্দ্র নববর্ষ শুরু হবে। নতুন সূচনা বিন্দুতে দাঁড়িয়ে আগামির সমস্যা মোকাবিলায় বিশ্বকে সাহায্য করবে চীনা শক্তি।

Share this story on

Messenger Pinterest LinkedIn