বাংলা

চীনের বৈদেশিক বাণিজ্যের রেকর্ড প্রবৃদ্ধির কারণ জানালো সিআরআই সম্পাদকীয়

CMGPublished: 2022-01-15 18:47:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ১৫: চীনের সাধারণ শুল্ক প্রশাসনের গতকাল (শুক্রবার) প্রকাশিত উপাত্তে দেখা যায়, ২০২১ সালে চীনের আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ছিল ৬.০৫ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এটি বিশ্ব বাণিজ্যে বড় দেশ হিসেবে চীনের অবস্থানকে আরো মজবুত করেছে।

এমন বড় ধরনের অর্জন খুব সহজ ছিল না, কারণ বিগত বছর মহামারী পরিস্থিতি ছিল জটিল এবং পরিবর্তনশীন। তা বিশ্বের শিল্প, ও সরবরাহ চেইনে নেতিবাচক প্রভাব ফেলেছে। অর্থনৈতিক পুনরুদ্ধারে নানা জটিল সমস্যা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটেও চীনের বিদেশি বাণিজ্যের পরিমাণের অব্যাহত বৃদ্ধির কারণগুলো ব্যাখ্যা করেছে চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়। তাতে বলা হয়, মহামারী প্রতিরোধ ও অর্থনৈতিক উন্নয়নে চীন বিশ্বে অগ্রগামী অবস্থান বজায় রেখে আসছে। দেশের উত্পাদন ও ব্যয় চাহিদা বিদেশি বাণিজ্য বৃদ্ধিতে শক্তিশালী সমর্থন প্রদান করেছে।

পাশাপাশি, বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারও অব্যহত চলছে। বিদেশের চাহিদার অব্যাহত উন্নয়নের কারণে চীনের বিদেশি বাণিজ্যের পরিমাণ বেড়েছে। বিদেশি বাণিজ্যের প্রবৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে চীন সরকারের সংশ্লিষ্ট সুনীতি ও ব্যবস্থা। বাণিজ্যিক পরিবেশের উন্নয়নসহ চীন সরকার ধারাবাহিক সুনীতি ও পদক্ষেপ নিয়ে আসছে।

গত বছর বৈশ্বিক মহামারী পরিস্থিতি জটিল হয়েছে, যা এখনো বিদ্যমান রয়েছে। ফলে চীনের বিদেশি বাণিজ্যের উন্নয়ন অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। তা সত্ত্বেও চীনা অর্থনীতির দীর্ঘমেয়াদী সুষ্ঠু পরিস্থিতির পরিবর্তন হয়নি। এটি বিদেশি বাণিজ্যকে শক্তিশালী সমর্থন প্রদান করছে। চীন অবশ্যই বৈশ্বিক বাণিজের উন্নয়ন ও বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন প্রাণশক্তি প্রদান অব্যাহত রাখবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn