বাংলা

পরিশ্রমী ও প্রাণবন্ত চীন বিশ্বের জন্য সৌভাগ্য: সিএমজি সম্পাদকীয়

CMGPublished: 2022-01-01 18:57:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ১: নিয়ম অনুযায়ী প্রতি বছরের ইংরেজি নববর্ষের প্রাক্কালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর ভাষণে দেশি-বিদেশি জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানান। সময়ের ব্যবধানে আমরা একটি গতিশীল ও স্থিতিশীল চীন দেখছি, যে চীনের রয়েছে সম্মানিত ও বন্ধুভাবাপন্ন বিশাল এক জনগোষ্ঠী এবং সময়ের সঙ্গে সঙ্গে দেশের সবক্ষেত্র দ্রুত উন্নত হচ্ছে। ২০২২ সালের নববর্ষের শুভেচ্ছাবার্তায় প্রেসিডেন্ট সি বিগত এক বছরে নানা অবিস্মরণীয় ঘটনা, চীনা মুহূর্ত ও চীনা গল্প পর্যালোচনা করেছেন। তিনি অসংখ্য পরিশ্রমী সাধারণ বীরদের প্রশংসা করেছেন এবং বিগত এক বছরের নানা মাইলফলকের তুলে ধরেছেন। সিআরআই সম্পাদকীয় বলেছে, পরিশ্রমী ও প্রাণবন্ত চীন বিশ্বের জন্য সৌভাগ্য।

১৪০ কোটি লোকসংখ্যার উন্নয়নশীল বড় দেশ হিসেবে চীনের কাজ ভালোভাবে করা মানে- বিশ্বের জন্য চীনের বৃহত্তম অবদান।

বিগত বছরে চীন জাঁকজমকপূর্ণভাবে সিপিসি প্রতিষ্ঠার শততম বার্ষিকী উদযাপন করেছে, পার্টির ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ সম্মেলনে সিপিসি’র তৃতীয় ঐতিহাসিক প্রস্তাব বাস্তবায়ন করেছে। চীন সময়মতো সচ্ছল সমাজ গড়ে তুলেছে এবং দ্বিতীয় শত বছরের পরিশ্রমের পথে নতুন যাত্রা শুরু করেছে। তা ছাড়া, চীনা অর্থনীতির উন্নয়ন ও মহামারী প্রতিরোধের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। এসব সাফল্য চীনা জনগণের জন্য কল্যাণ সৃষ্টির পাশাপাশি বিশ্বে ইতিবাচক শক্তি যুগিয়েছে।

২০২২ সালের দিকে ফিরে তাকালে দেখা যায় বিশ্ব চীনের ওপর আস্থা রাখে এবং চীনও বিশ্বকে সম্মান করে। ফেব্রুয়ারিতে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস উদ্বোধন করা হবে। বলা যায়, এই অলিম্পিক গেমস বিভিন্ন দেশের মৈত্রী ও ঐক্য জোরদার করবে এবং মহামারীর মধ্যেও বিশ্বকে আরও আস্থা ও সাহস দেবে।

২০২২ সালে অধ্যবসায়ী ও প্রাণবন্ত চীন বিশ্বের সঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn