বাংলা

বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র: সিআরআই সম্পাদকীয়

CMGPublished: 2021-12-30 18:10:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ডিসেম্বর ৩০: সম্প্রতি যুক্তরাষ্ট্রের নতুন অর্থ বছরের প্রতিরক্ষা বাজেট পাস হয়েছে। তাতে মোট ৭৬,৮২০ কোটি মার্কিন ডলার সামরিক খাতে বরাদ্দ করেছে যুক্তরাষ্ট্র। তা গত অর্থ বছরের চেয়ে ৫ শতাংশ বেশি। মার্কিন অনলাইন সাময়িকী স্লেইট জানায়, এবারের মার্কিন প্রতিরক্ষা বাজেট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সবচেয়ে বড় সামরিক বাজেট। তাতে প্রতিফলিত হয় যে যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি।

আফগান যুদ্ধ ইতোমধ্যে শেষ হয়েছে। তাহলে যুক্তরাষ্ট্র কেন এত বড় প্রতিরক্ষা বাজেট গ্রহণ করেছে? মার্কিন বার্কলে বিশ্ববিদালয়ের একজন অধ্যাপক এর জবাব দিয়েছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধ পছন্দ করার সবচেয়ে বড় কারণ হচ্ছে স্বার্থ। পরিসংখানে দেখা যায়, ২০২০ সালে যুক্তরাষ্ট্র অস্ত্র ব্যবসায়ী রাজনীতিক ও রাজনৈতিক কার্যক্রমের জন্য ৪.৭ কোটি ডলার দান করেছে। তাদের প্রচেষ্টায়, যুক্তরাষ্ট্রের সামরিক খরচ সাম্প্রতিক বছরগুলোতে বেড়েই চলছে।

বিগত ২০ বছরে, যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনের অজুহাতে বিশ্বের ৮৫টি দেশে যুদ্ধ শুরু করেছে এবং সামরিক অভিযান চালিয়েছে। তাতে ৯ লাখেরও বেশি লোক তাদের জীবন হারিয়েছে এবং কোটি কোটি মানুষ গৃহহারা হয়েছে। মার্কিন বাহিনী ইতোমধ্যে আফগানিস্তান থেকে প্রত্যাহার হয়েছে। এ প্রেক্ষাপটে তার সামরিক খরচ আরো বাড়ছে। তাই অনেকে জানতে চান, মার্কিন বাহিনী আর কীভাবে বিশ্বে সমস্যা সৃষ্টি করতে চায়? তারা আর কত বেসামরিক লোকদের জীবনে দুর্যোগ সৃষ্টি করতে চায়?

উল্লেখ্য, নতুন বছরের মার্কিন প্রতিরক্ষা বাজেটের মধ্যে ২,৭৮০ কোটি ডলার পারমাণবিক অস্ত্র খাতে ব্যয় করবে। সম্প্রতি প্রায় সাতশ’রও বেশি বিজ্ঞানী মার্কিন প্রেসিডেন্টকে একটি যৌথ খোলা চিঠি পাঠিয়েছেন। তাতে তাঁরা পারমাণবিক অস্ত্র কমানোর আহ্বান জানিয়েছেন। তবে মার্কিন সরকার বিজ্ঞানীদের আহ্বানকে অবহেলা করে আসছে।

মার্কিন সামরিক খরচ নতুন রেকর্ড সৃষ্টি করেছে, তবে তাদের জনগণের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে না। এভাবেই যুক্তরাষ্ট্র মার্কিন জনগণের দুঃখের কারণ হওয়ার পাশাপাশি বিশ্ব শান্তির প্রতি হুমকি তৈরি করছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn