বাংলা

পশ্চিমা ‘টিকা জাতীয়তাবাদ’ নেতিবাচক ভূমিকা রাখছে: সিআরআই সম্পাদকীয়

CMGPublished: 2021-12-28 20:05:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ডিসেম্বর ২৮: সম্প্রতি চীন আন্তর্জাতিক বেতারের (সিআরআই) এক সম্পাদকীয়তে পশ্চিমা ‘টিকা জাতীয়তাবাদ’ নেতিবাচক ভূমিকা পালন করছে বলে উল্লেখ করা হয়। ‘টিকা জাতীয়তাবাদের ফলে

উন্নত দেশগুলো টিকা মজুদ করছে, আর টিকার মেয়াদ শেষ হওয়ার কিছু আগে তারা আমাদেরকে উপহার হিসেবে ওই টিকা প্রদান করছে। তখন দেখা যায়, এসব টিকার মাত্র দু’সপ্তাহ মেয়াদ রয়েছে,’ বলেছেন নাইজেরিয়ার প্রাথমিক স্বাস্থ্য উন্নয়ন ব্যুরোর প্রধান।

নাইজেরিয়া গত অক্টোবর মাসে ইউরোপ থেকে ২৫ লাখেরও বেশি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পেয়েছে। তবে এসবের প্রায় অর্ধেকের মেয়াদ নভেম্বর মাসে শেষ হয়েছে। দেশের জনগণকে টিকার নিরাপত্তা বিধানে গত সপ্তাহে নাইজেরিয়া সরকারকে এসব মেয়াদোত্তীর্ণ টিকা ধ্বংস করতে হয়।

একইভাবে আফ্রিকার অন্যান্য দেশও মেয়াদোত্তীর্ণ টিকা ধ্বংস করতে বাধ্য হয়েছে। এতে দেখা যায়, পশ্চিমা টিকা জাতীয়তাবাদ এখনো নেতিবাচক ভূমিকা পালন করছে। এই ব্যাপারে যুক্তরাষ্ট্র একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সংশ্লিষ্ট তথ্যে দেখা যায়, এ বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত, যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১ কোটি ৫১ লাখ ডোজ টিকা নষ্ট হয়েছে।

নিম্ন আয়ের দেশসমূহকে টিকা সাহায্য দেয়া হচ্ছে আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে বড় দেশগুলোর দায়িত্ব। এ ব্যাপারে চীন তার টিকাকে বৈশ্বিক গণপণ্যে রূপান্তর করেছে। নিজের বাস্তব কার্যক্রমের মাধ্যমে অন্য দেশকে সহায়তা করে আসছে।

নভেম্বর মাসের শেষ পর্যন্ত, চীন আফ্রিকা মহাদেশকে প্রায় ১৮ কোটি ডোজ টিকা সরবরাহ করেছে। আফ্রিকার প্রায় সবদেশে চীনা টিকা পৌঁছেছে। পশ্চিমাদের উচিত চীনের মতো দায়িত্ব নিয়ে আফ্রিকার দেশসমূহকে উচ্চ গুণগত মানের টিকা সরবরাহ করা। যদি একটি দেশে মহামারী থাকে, তাহলে বিশ্ব নিরাপত্তা হুমকির মুখে পড়বে। পশ্চিমারা আফ্রিকাকে সাহায্য করলে, আসলে তা হবে নিজেদেরকে সাহায্য করা।

Share this story on

Messenger Pinterest LinkedIn