বাংলা

অভিন্ন স্বাস্থ্য স্বার্থের যৌথ সমাজ গঠনে চীনের চেষ্টা অব্যাহত: সিআরআই সম্পাদকীয়-China Radio International

criPublished: 2021-01-23 15:58:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ২৩: সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেন, এ পর্যন্ত মোট ৪৯টি উন্নত দেশের লোকজনকে ৩কোটি ৯০লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর উন্নয়নশীল দেশসমূহের একটিতে সর্বনিম্ন কেবল ২৫ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

গণমাধ্যমের সুত্রে জানা গেছে, গিনির বর্তমান প্রেসিডেন্টসহ মাত্র ২৫ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

তাই মহাপরিচালক এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভ্যাকসিন বিতরণে আরও সমতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিভিন্ন দেশে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন এমন মানুষ এবং নিম্ন আয়ের দেশের জনগণকে আগে ভ্যাকসিন দেওয়া উচিত। আর সেজন্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্স উদ্যোগ গ্রহণ করেছে।

কিছু পশ্চিমা দেশের ভ্যাকসিন মজুত করে রাখা এবং উন্নত দেশগুলোতে উচ্চ মূল্যে ভ্যাকসিন বিক্রয় করার খবরের বরাত দিয়ে তিনি বলেন, এমন পরিস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন ক্রয়ের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। সেসব দেশের আচরণকে স্বার্থপর ও ঝুঁকিপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি মোকাবিলায় মানবজাতির উচিত সীমাহীনভাবে সহযোগিতা জোরদার করা। এ ক্ষেত্রে চীনের অব্যাহত তরত্পতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

চীন ভ্যাকসিনকে বিশ্ব গণপণ্য হিসেবে সবাইকে সরবরাহ করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা দেশটি পালন করেছে এবং কোভ্যাক্স কার্যক্রমে যোগ দিয়েছে।

এছাড়া, চীন অনেক দেশের সঙ্গে ভ্যাকসিন নিয়ে যৌথ গবেষণার কাজ চালিয়েছে। এতে মানবজাতির অভিন্ন স্বাস্থ্য স্বার্থের যৌথ কমিউনিটি গঠনে চীনের চেষ্টা এবং একটি দায়িত্বশীল বড় দেশের ভাবমূর্তী ফুটে উঠেছে। সম্প্রতি চীন আন্তর্জাতিক বেতার (সিআরই)’র এক সম্পাদকীয়তে এসব বলা হয়।

Share this story on

Messenger Pinterest LinkedIn