বাংলা

মাইক পম্পেও কি এবার উটপাখির মতো বালিতে মুখ লুকাবেন?-China Radio International

criPublished: 2021-01-08 19:20:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ৮: আজ (শুক্রবার) যুক্তরাষ্ট্রের ‘টাইমস’ ম্যাগাজিন দেশটির সংসদ ভবনে সহিসংসতার বেশ কয়েকটি ছবিকে তার প্রচ্ছদ হিসেবে ব্যবহার করেছে। নিউইয়র্কের ফ্যাশন ডিজাইনার কেননেথ কল বলেন, ওই প্রচ্ছদে কেবল সেদিনের সহিংসতা নয়, বরং গত ৪ বছরের যুক্তরাষ্ট্রের বাস্ততা তুলে ধরা হয়েছে।

এ দিকে গত বুধবার ওয়াশিংটন পোস্টের এক সম্পাদকীয়তে বলা হয়েছে যে, মাইক পম্পেও নতুন মিথ্যাচারের মধ্য দিয়ে নতুন বছরের সূচনা করেছেন। তিনি অনেকবার বলেছেন যে, বর্তমানে যুক্তরাষ্ট্র চার বছর আগের তুলনায় অনেক নিরাপদ।

কিন্তু বাস্তবতা হলো কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ার পর রাজনীতিকরা ব্যক্তি স্বার্থ নিয়ে অধিক ব্যস্ত ছিলেন এবং এখনো আছেন। ফলে সাড়ে ৩ লাখের বেশি মার্কিনী প্রাণ হারিয়েছে। অনেক মার্কিনী বেকার হয়ে পড়েছে।

গবেষণা সংস্থার পুর্বাভাসে আগামী এক মাসে নতুন করে আরও ১.১৫লাখ মানুষ আক্রান্ত হবে বলে আশঙ্কা করা হয়েছে। আরও শঙ্কার বিষয় হলো যে, মার্কিন সমাজের মানুষে মানুষে বিশাল ব্যবধান। কোভিড-১৯ মহামারির কারণে দেশটিতে বহুকাল ধরে থাকা ধনী ও দরিদ্রদের ব্যবধান, জাতিগত বৈষম্যসহ নানা সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে।

গত বুধবারে সংসদ ভবনে বিক্ষোভকারীদের হামলা ও অনুপ্রবেশের পিছনে মার্কিন সমাজের পরতে পরতে যে বৈষম্য ও ঘৃণা রয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে।

এমতাবস্থায় অনেকে প্রশ্ন রাখছেন যে, লজ্জা নিবারণে পম্পেও কি এবার উটপাখির মতো বালিতে মুখ লুকাবেন?

Share this story on

Messenger Pinterest LinkedIn