বাংলা

নতুন পশ্চিম স্থল-সমুদ্র করিডোরের নির্মাণ সুসংবাদের নতুন রাউন্ডের সূচনা

CMGPublished: 2024-11-25 11:18:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ছেন জংওয়াং বলেন, চলতি বছর অব্যাহতভাবে চীন-ইউরোপ মালবাহী-ট্রেন এবং ইয়াংসি নদীর সোনালী জলপথের সংযোগ ও আন্তঃকার্যক্ষমতার চেষ্টা চালিয়ে, অধিকতরভাবে নতুন পশ্চিম স্থল-সমুদ্র করিডোরের রেল-সমুদ্র মাল্টিমোডাল পরিবহনের শুল্ক তত্ত্বাবধান সুবিন্যাস করবে। অভ্যন্তরীণ অংশের পরিবহন খরচ কমানো নীতি রেল-সমুদ্র মাল্টিমোডাল পরিবহন থেকে চীন-লাওস, চীন-ভিয়েতনাম মালবাহী ট্রেনে ব্যবহৃত হবে। যাতে আরো বেশি প্রতিষ্ঠান নীতিগতভাবে লাভবান করে এবং বরাবর আর্থ-বাণিজ্যিক শিল্পের উন্নয়ন আরো জোরালো করবে।

ছোংছিং পৌর সরকারের বন্দর লজিস্টিক কার্যালয়ের উপ-পরিচালক সিয়াং ছিয়ান বলেন, আগামীতে পরিবহন নিশ্চয়তা বাড়ানো, ডিজিটাল পরিষেবা, ব্যবস্থা উন্মুক্তকরণ নেতৃত্ব এবং চ্যানেল শিল্প নেতৃত্ব—এ চার দিক থেকে গুরুত্বপূর্ণভাবে অতিক্রম করে, ব্যবস্থা বিস্তারিত করে, আরো ভালোভাবে চ্যানেলের আন্তঃযোগাযোগ এবং মূল্য কমাতে ও কার্যকারিতা বেগবান করে, আরো ভালোভাবে আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ও শিল্প উন্নয়নের জন্য পরিষেবা দিয়ে, আরো বেশি প্রতীকিমূলক সংস্কার ফলাফল ও উন্মুক্ত ফলাফল তৈরী করা হবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn