বাংলা

কমিক্সের মাধ্যমে নতুন যুগের দৃশ্য এঁকেছেন ব্যাঙ কমিক্স দল

CMGPublished: 2024-11-07 15:52:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘ব্যাঙ’ শব্দটি সহজ এবং মজারও বটে। এটি কেবল ক্ষেতে বেড়ে ওঠার পরিচয়ই প্রকাশ করে না, বরং কীটপতঙ্গ ধরার এবং ফসল কাটার বিষয়ে গান গাওয়ার বিষয়টিও প্রকাশ করে। ব্যাঙ নিয়ে শিল্প-সাহিত্যে রয়েছে অনেক মজার গল্প-কাহিনী। চীনের হ্য পেই প্রদেশের ছিউ জেলায় রয়েছে এমনই মজার ‘ব্যাঙ কমিক্স দল’। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দলটির ৪১ বছর হয়ে গেলো। কৃষক কার্টুনিস্টদের নিয়ে গঠিত এ দল দিন কাটায় মাঠে, আর রাতে কলম ধরে গ্রামাঞ্চলের উপর ভিত্তি করে কৃষকের দৃষ্টিকোণ থেকে জীবনকে বর্ণনা করে। তারা একটির পর একটি কমিক্স দিয়ে অনন্য হাস্যরসের শিল্প তৈরি করেছেন। আজকের জীবন কথা অনুষ্ঠানে আমরা তাদের গল্প শুনবো।

হ্য পেই প্রদেশের ছিউ জেলা’র জনসংখ্যা মাত্র ২.৬ লাখ। কিন্তু কমিক্স দলের সদস্যই ২ হাজার জনেরও বেশি। তাদের ৫০ হাজারটিরও বেশি কমিক্স শিল্পকর্ম রয়েছে। এই কৃতিত্বের কারণ হল তাদের নিজ শহর ছিউ জেলা থেকে শৈল্পিক অনুপ্রেরণা।

আজ ছিউ জেলার ১২০টি গ্রামে কমিক্স রাস্তা তৈরি হয়েছে। কিছু দেয়ালে আঁকা কমিক যা নতুন গ্রামীণ প্রবণতাকে প্রতিফলিত করে, মানুষ সেগুলো দেখার জন্য ছুটে আসেন এবং তা নিয়ে দীর্ঘ সময় কথা বলেন।

এই গ্রামীণ দেয়ালে আঁকা কমিক্সের অনেক স্রষ্টাই ছাত্র, যারা ১৯৮০ এবং ১৯৯০’র দশকে ব্যাঙ কমিকস দলে অংশগ্রহণ করেছিলেন।

ব্যাঙ কমিকস দলের সদস্য চাং আই মিন বলেন, ১৯৮৫ সালের অক্টোবরে আমি দলটিতে যোগদান করি এবং শিক্ষক চেন এবং শিক্ষক লির সাথে কমিকস অধ্যয়ন করি। আমার প্রায় কোনো অভিজ্ঞতাই নেই, শুধু এক ধরনের ভালোবাসার কারণে এ কাজ করছি।

ব্যাঙ কমিকস গ্রুপ প্রতিষ্ঠিত হওয়ার পর, ছিউ জেলা কালচারাল সেন্টার তাদের জন্য একটি রুম বরাদ্দ করেছে। চারটি বেঞ্চ এবং দুটি টেবিল দিয়ে স্থাপিত হয় ক্লাসরুম। তাতে একদল কমিকস-প্রেমী জড়ো হয় এবং শিখতে শুরু করে।

দ্রুত এই ছাত্রদের কাজগুলো সংবাদপত্রে প্রকাশিত হতে শুরু করে এবং জাতীয় কার্টুন প্রতিযোগিতায় প্রশংসা লাভ করে। কমিকস থেকে আয়ের কারণে অনেক শিক্ষার্থী তাদের জীবনও উন্নত করেছে।

ব্যাঙ কমিকস দলের সদস্য থান হাই লিয়াং বলেন, আমি কমিকসের আয় দিয়ে এ বাড়ি কিনেছি।

আঁকার উজ্জ্বল শৈলী, শক্তিশালী চরিত্র, সেইসাথে অনন্য নান্দনিক স্বাদ এবং অনন্য শৈল্পিক দৃষ্টিভঙ্গি জীবনের সৌন্দর্যকে বোঝায়। এটি তাদের তৈরি করা কমিকসকে শক্তিশালী শৈল্পিক জীবনীশক্তি এবং গভীরভাবে প্রভাবিত করে। এই অর্জনটি ‘ব্যাঙ কমিকস দলে’র প্রতিষ্ঠাতাদের কাছ থেকেও আসে—তারা হলেন এক দম্পতি। তাদের কমিক স্বাক্ষর হল ‘ছেন এবং লি’। সড়কমোড়ে তাদের নাম প্রায়ই দেখা যায়। এই দম্পতি মজা করে নিজেদেরকে ‘ব্যাঙ প্রজন্ম’ বলেন। তারা ছোট কমিকস আঁকার মাধ্যমে এই যুগের মহান পরিবর্তনগুলোকে প্রকাশ করেছেন।

১৯৫৮ সালে, ছেন ইয়ু লি যার বয়স যখন মাত্র ২৪ বছর ছিল, কমিকসের প্রতি তাঁর ভালবাসার কারণে ছিউ জেলায় কৃষক কমিকস গ্রুপ প্রতিষ্ঠা করেন এবং অনেক কৃষক কমিকস উত্সাহী এতে যোগ দেন।

এই সময়কালে, কমিকসের মাধ্যমে লি ছিং আইয়ের সাথে তাঁর পরিচয় হয়। দু’জন প্রেমে পড়ে। বিয়ের পর, এ দম্পতি একসাথে কমিকস সৃষ্টিতে নিজেদের নিবেদিত করেন এবং কমিকের স্বাক্ষর পরিবর্তন করে ‘ছেন এবং লি’ করা হয়।

লি ছিং আই বলেন, অতীতে জীবনে বিনোদন তুলনামূলকভাবে একঘেয়ে ছিল এবং রাতের খাবারের পরে আড্ডার সব বিষয় ছিল আমাদের কমিকস। কমিকস হাস্যরসাত্মক, সহজে বোঝা যায় এবং খুব জনপ্রিয়।

১৯৮৩ সালে, কৃষক কমিকস গ্রুপের নাম পরিবর্তন করে ব্যাঙ কমিকস গ্রুপ রাখা হয় এবং আরও বেশি সংখ্যক কৃষক কমিকস অনুরাগী এতে যোগ দেয়।

লি চিং আই বলেন, আমাদেরকে ব্যাঙ কমিকস গ্রুপ বলা হয় কারণ আমরা কৃষক ঠিক যেমন মাঠের ব্যাঙের মতো, কীটপতঙ্গ খায় এবং একটি ভাল ফসল সম্পর্কে গান গায়।

গত ৪০ বছরেরও বেশি সময় ধরে, ব্যাঙ কমিকস গ্রুপ কমিকস ব্যবহার করে পার্বত্য-গ্রামাঞ্চলের মহান পরিবর্তনগুলোকে চিত্রিত করে এবং নতুন যুগে চীনা গল্প’ বলছেন।

কয়েক দশকে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এ কাজ এগিয়ে চলার পরে ছিউ জেলায় কমিক শিল্প প্রসারিত হয়েছে। কমিক গ্রুপের বর্তমানের বেশিরভাগ প্রধান সদস্য ‘৭০’র দশকের পরে’ জন্মগ্রহণ করেছেন। শিল্প এবং অ্যানিমেশনের মতো পেশাদার স্কুল থেকে অনেক ‘তিন প্রজন্মের ব্যাঙ’ এ গ্রুপে যোগ দিয়েছেন। তরুণেরা ক্রমাগত সময়ের উন্নয়নের সাথে খাপ খাইয়ে নিচ্ছেন এবং নতুন নতুন কমিকচিত্র অন্বেষণ করছেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn