সিআইআইই প্রযুক্তিগত সরঞ্জাম প্রদর্শনী এলাকার সম্ভাবনা
সিআইআইই ব্যুরো জানায়, এবার মেলার প্রযুক্তিগত সরঞ্জাম প্রদর্শনী এলাকায় একটি বিশেষ বুথ-বন্দর প্রদর্শন অঞ্চল স্থাপিত হবে। চীন (শাংহাই) অবাধ বাণিজ্য পরীক্ষামূলক এলাকার নতুন বন্দর অঞ্চল স্থাপিত হবার ৫ বছরে, ১৩৮টি ব্রেকথ্রু সিস্টেম ইনোভেশন কেস গড়ে তোলা হয় এবং মোট ৫৭০টি অগ্রাণী বৈজ্ঞানিক শিল্প প্রকল্প স্বাক্ষরিত হয়, যেগুলোর বিনিয়োগ মূল্য প্রায় ৬২০ বিলিয়ন ইউয়ান। নতুন বন্দর অঞ্চল শাংহাই অর্থনৈতিক উন্নয়নের ‘ইঞ্জিন’ ও ‘বৃদ্ধি খুঁটিতে’ পরিণত হয়েছে।
এ ছাড়া সিআইআইই’র কারণে আরো বেশি বৈদেশিক প্রতিষ্ঠান চীনের ‘উন্মুক্তকরণ সুবিধা’ ভাগাভাগি করতে পারে। ওমরন কর্পোরেশনের