বাংলা

কৃষকদের আয় বাড়াবে ই-কর্মাস

CMGPublished: 2024-10-28 09:55:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সিনচিয়াংয়ের আপেল, ইয়ুননানের পু এর চা এবং কানসু’র শীতকালীন কীট গ্রীষ্মকালীন ঔষধি, সাম্প্রতিক বছরগুলোতে আরো বেশি পশ্চিমাঞ্চলের কৃষিপণ্য পাহাড় থেকে বের হয়ে, জনসাধারণের জীবনে প্রবেশ করে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের প্রথম আট মাসে, কৃষি পণ্য বিক্রয় বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত ৫০টি জেলার মধ্যে ২৩টিই পশ্চিমাঞ্চলের, যা সিছুয়ান, ইউননান, কুইচৌ, কানসু, ছিংহাই, সিনচিয়াং ও ইনার মঙ্গোলিয়া এ সাতটি প্রদেশে বিতরণ করে। এর মধ্যে ছিংহাই প্রদেশের ইয়ুশু তিব্বত জাতি স্বায়ত্তশাসিত প্রিফেকচারের জাদুও জেলা কৃষি পণ্য ই-কর্মাস বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত। বিক্রয় পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৬৭৫ গুণ বেড়েছে।

৫৪তম ‘চীনের ইন্টারনেট উন্নয়নের পরিসংখ্যান প্রতিবেদনে’ মনে করা হয়, সংক্ষিপ্ত ভিডিও প্ল্যাটফর্ম গ্রাহকের আনুগত্য অব্যাহতভাবে উন্নীত হবার সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত ভিডিও ই-কর্মাস পরিসেবা স্থিতিশীলভাবে উন্নয়ন হয়। বাণিজ্যিক উপলব্ধি দক্ষতা উন্নীত করতে থাকে। জুন মাস পর্যন্ত সংক্ষিপ্ত ভিডিও ব্যবহারকারীর সংখ্যা সামগ্রিক নেটিজেনর ৯৫.৫ শতাংশ।

চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের চীন গ্রাম উন্নয়ন গবেষণালয়ের গ্রাম ই-কর্মাস গবেষণা কেন্দ্রের পরিচালক কুও হোংতোং বলেন, ডিজিটাল প্রযুক্তি উত্পাদন ও পণ্যভোগ সংযুক্ত করা সেতুতে পরিণত হয়েছে। মোবাইলফোন নতুন কৃষিযন্ত্রের জন্য তথ্য অসমতা সমস্যা সমাধান করেছে। আগে পণ্যভোগী কৃষি পণ্যের উত্পাদন প্রক্রিয়া উপলব্ধি করতো না। অনেক ভালো পণ্য গভীর পাহাড়ে রেখে বিক্রি করা হতো না। কিন্তু ই-কর্মাস লাইভস্ট্রিমিং স্বচ্ছ ও সরাসরিভাবে বিভিন্ন নেটিজেনের কাছে চাষ, প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং ইত্যাদি পদক্ষেপ প্রদর্শন করে, কেনাকাটার ইচ্ছা বাড়ায় এবং কৃষিপণ্য বিক্রির মাত্রা সম্প্রসারণ করতে পারে।

কৃষি পণ্যের বিক্রয় পথ সমস্যা সমাধান হয়, কিন্তু অনেক জায়গার উত্পাদন মান-নির্ণায়ক নয়। প্রমিতকরণ হলো আগামী পদক্ষেপে ই-কর্মাস মনোযোগ দিয়ে প্রচেষ্টার দিক। কুও হোংতোং প্রস্তাব দেন, উত্পাদন, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং, মজুদ ও পরিবহণের সম্পুর্ণ শিল্প সমর্থন ব্যবস্থা প্রতিষ্ঠা করা উচিত। স্থানীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সরবরাহ চেইন প্রতিষ্ঠান এবং ‘নতুন কৃষক’দের নিজেদের প্রাধান্য পালন করে।

‘নতুন কৃষক’ মানে কিছু ই-কর্মাস অপারেশন অভিজ্ঞতা আছে, জন্মস্থানে ফিরে এসে শিল্প প্রতিষ্ঠাতা, গ্রামের শিল্প রূপান্তর ও আপগ্রেডিং-এ সহায়ক, স্থানীয় কৃষকদের আয় বাড়াতে এবং ধনী হতে চালনা করার মানুষ। ছেন জিকুও তাদের মধ্যে একজন। ২০২০ সালে চিয়াংসু প্রদেশের ইয়ানছেং শহরের ফুনিং জেলায় ফিরে এসে শিল্প প্রতিষ্ঠা করার পর, তিনি অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য এবং ই-কর্মাস সংযুক্ত করে, টিমল প্ল্যাটফর্মে তাঁর দোকানে বিক্রয়ের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য পণ্য খুবই জনপ্রিয়।

“আমাদের তদন্ত অনুযায়ী, গড় প্রত্যেক অনলাইন দোকান ৩ জনের সরাসরি কর্মসংস্থানের ব্যবস্থা করে। ২০২২ সালে সারা দেশের ৭ হাজার ৭৮০টি টিমল গ্রাম, ২ হাজার ৪২৯টি টিমল জেলার ৩৬ লাখ দোকান আছে। কোটির বেশি কর্মসংস্থান সৃষ্টি করে। টিমল গ্রুপের গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক, গ্রামীণ পুনরুজ্জীবন গবেষণা কেন্দ্রের পরিচালক জুও ছেনমিং ব্যাখ্যা করে বলেন, কিছু অঞ্চলে ‘ই-কর্মাস_শিল্প বেল্ট’ এমন শিল্প ক্লাস্টার মডেল গড়ে তোলা হয়। ভবিষ্যতে ডিজিটাল গ্রাম নির্মাণ নতুন পর্যায়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গ্রামীণ ই-কর্মাস অধিকতরভাবে কর্মসংস্থান সৃষ্টি প্রভাব ও শিল্প আপগ্রেডিং প্রভাব পালন করে, ‘নতুন ডিজিটাল কর্মচারীর পদ’ সৃষ্টি এবং শিল্প আপগ্রেডিং ‘ত্বরান্বিত’ করার দু’টো কার্ড তৈরি করবে, যাতে গ্রামীণ পুনরুজ্জীবনের গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn