বাংলা

দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে বড় ব্রিকস পরিবার

CMGPublished: 2024-10-28 09:52:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ব্রিকসভুক্ত দেশগুলোর নেতাদের ১৬তম শীর্ষ সম্মেলন গত ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়েছে। ব্রিকসের ঐতিহাসিক সম্প্রসারণের পর এটি ছিল সংস্থাটির প্রথম শীর্ষ সম্মেলন। বহু বিদেশী তথ্য মাধ্যম উল্লেখ করে, বিশ্ব মঞ্চে ব্রিকস সহযোগিতামূলক ব্যবস্থার প্রভাবশক্তি দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। ‘গ্লোবল সাউথে’র বড় জোট হিসেবে ব্রিকস বিশ্বের বহুমেরুকরণ ও অর্থনৈতিক বিশ্বায়ন বেগবান করতে অবদান রাখবে।

২০২৪ সাল ‘বড় ব্রিকস’ সহযোগিতার উদ্বোধনী বছর।

জিম্বাবুয়ে’র ‘হেরাল্ড’ পত্রিকা রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রের বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানায়, ব্রিকসভুক্ত দেশগুলোর নেতাদের ১৬তম শীর্ষ সম্মেলন আফ্রিকা মহাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিশ্ব প্রশাসন সংস্কার এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সরবরাহ করবে।

কিউবার প্রধান তথ্য মাধ্যম ‘কিউবা ডিবেট’ ওয়েবসাইটে বলা হয়েছে, বিশ্ব মঞ্চে ব্রিকস সহযোগিতামূলক ব্যবস্থার প্রভাব শক্তি দিন দিন শক্তিশালি হয়ে উঠছে। স্পেনের সাংবাদিক ইগনাসিও ল্যামোনেট পত্রিকায় বলেছেন, বেশ কিছু ইউরোপীয় ইউনিয়ন দেশ ব্রিকস দেশগুলোর সঙ্গে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করতে চায়। তাঁর প্রবন্ধে বলা হয়, আংশিক সহযোগিতা ইইউ-ব্রিকস দেশগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ চালানোর জন্য সুষ্ঠু সুযোগ সৃষ্টি করতে পারবে।

রাশিয়ার স্পুটনিকে এক সাক্ষাত্কারে বলা হয়, ব্রিকস সহযোগিতামূলক ব্যবস্থা হলো ‘গ্লোবাল সাউথ’ গভীরভাবে বিশ্ব প্রশাসনে অংশ নেওয়ার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এবং প্রধান পদক্ষেপ। ব্রিকস দেশগুলো এবং ‘গ্লোবাল সাউথে’র প্রাকৃতিক হৃদয়ানুভূতি সংযোগস্থল এবং ব্যাপক অভিন্ন স্বার্থ আছে। সদস্য সম্প্রসারণের পর ব্রিকস আরো বেশি করে ‘গ্লোবাল সাউথে’র অভিন্ন স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn