বাংলা

শিশুদের শিক্ষায় সি চিন পিং-এর যত্ন

CMGPublished: 2024-10-04 13:25:25
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শিক্ষার ওপর অনেক গুরুত্ব দেন এবং শিশুদের সুস্থ বৃদ্ধি ও সার্বিক বিকাশের ওপর জোর দেন।

চীনের কানসু প্রদেশের উ ওয়েই শহরের গুলাং জেলা টেঙ্গার মরুভূমির দক্ষিণ প্রান্তে অবস্থিত। জেলার ৩০ শতাংশেরও বেশি জমি মরুভূমিতে পরিণত হয়েছে। দারিদ্র্য দূর করার জন্য, স্থানীয় সরকার পরিবেশগত স্থানান্তর বাস্তবায়ন করেছে এবং গোবি মরুভূমিতে গ্রামবাসীদের জন্য পুনর্বাসন কমিউনিটি নির্মাণ করেছে।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে পুনর্বাসন কমিউনিটির ফুমিন ওয়ানছুয়ান প্রাথমিক স্কুল আনুষ্ঠানিকভাবে চালু হয়। এক বছর পরে জনাব সি চিন পিং কানসু পরিদর্শনের সময় ওই স্কুলে যান এবং মাঠে একদল শিশুকে ফুটবল খেলতে দেখেন।

ফুমিন ওয়ানছুয়ান প্রাথমিক স্কুলের প্রিন্সিপআল সু সি ইয়ুন বলেন, "সাধারণ সম্পাদক শিশুদের জিজ্ঞাসা করলেন, 'কতদিন ধরে ফুটবল খেলছো, ফুটবল পছন্দ করো?' "এত শিশু ফুটবল ভালোবাসতে দেখে সাধারণ সম্পাদক বললেন, ফুটবল খেলায় ভালো করার জন্য আমাদের অবশ্যই বাচ্চাদের দিয়ে শুরু করতে হবে এবং ভাল নৈতিক চরিত্র, বুদ্ধিমত্তা, শারীরিক গঠন, নান্দনিক বোধ এবং কাজের ক্ষমতা দিয়ে দক্ষ শিশুদের গড়ে তুলতে হবে, যা খেলাধুলার কাজের পথ নির্দেশ করে।”

সেই সময় সারাদেশে স্কুলের শারীরিক শিক্ষার কাজ অসুবিধার সম্মুখীন হয়েছিল, ছাত্রদের লেখাপড়া কাজের চাপ ছিল, এবং অপর্যাপ্ত শারীরিক ব্যায়াম, স্থূলতা, স্কোলিওসিস এবং অন্যান্য ঘটনা যা স্বাস্থ্যকর বৃদ্ধিকে প্রভাবিত করেছিল শিশুদের বিশিষ্ট ছিল স্কুল শারীরিক শিক্ষা সংস্কারের জরুরি প্রয়োজন ছিল। সাধারণ সম্পাদক সি চিন পিং চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্যকর বৃদ্ধির বিষয়ে যত্নশীল, তিনি ছাত্রদের সাথে দেখা করতে এবং তাদের শারীরিক অনুশীলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উত্সাহিত করতে বহুবার স্কুল পরিদর্শন করেছেন।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn