চীনা কৃষি প্রকল্পের সাহায্যে গণতান্ত্রিক কঙ্গোর গ্রামবাসীদের জীবনে সুখ আর সমৃদ্ধির ছোঁয়া
তিনি জানান, এখন তিনি গ্রামে ভুট্টা চাষের বড় পরিবার। নিজের পরিবারের সদস্যদের খাওয়ার সমস্যা সমাধান ছাড়াও তিনি বাড়তি উৎপাদনের আয়ে গ্রামে একটি বাগান এবং শহরে একটি ভবন নির্মাণ করেছেন।
অন্য একটি গ্রামের ট্রাক্টর চালক সামলো নিজের ট্রাক্টর চালিয়ে সারা গ্রামের জমি চাষ করার জন্য গৌরব বোধ করেন। আগে এক হেক্টর জমি চাষ করতে, পুরো পরিবারের মাসখানেক সময় লাগতো। এখন ট্রাক্টর দিয়ে দুই বা তিন ঘন্টায় সহজে তা করা যায়।
একটি গ্রামসের প্রধান বনিফেস চীনা প্রতিষ্ঠানের চালু করা ‘ভুট্টা চাষ সহায়তা’ এই মূল্যবান উপহারের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এটি আমাদের বৈজ্ঞানিক জমি চাষের পদ্ধতি আয়ত্ত করে ভুট্টার উত্পাদন ও ফসল বৃদ্ধি বাস্তবায়ন করতে সাহায্য দিয়েছে। গ্রামবাসীকে ক্ষুধা থেকে মুক্ত করে, ‘পর্যাপ্ত খাবার’ খাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করেছে।
ভবিষ্যৎ নিয়ে গ্রামের প্রধান মুসাঙ্গু’র আস্থবান। তিনি আশা করেন, এক দিন সারা গ্রাম ৫শ’ হেক্টর এমনকি হাজার হেক্টরের ভুট্টা চাষ করতে পারবে এবং ক্ষুধা থেকে মুক্ত হবে, সবাই যথেষ্ট খাবার খেতে পারবেন।