বাংলা

চীন ও ভিয়েতনাম যৌথ নির্মিত জলবিদ্যুত্ কেন্দ্র দেশটির উত্তরাঞ্চীয় পাহাড়ি অঞ্চলকে আলোকিত করছে

CMGPublished: 2024-09-09 14:27:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পরিদর্শন দলের সফর শেষে সূর্য অস্ত যায়। আশপাশের গ্রামগুলো পাহাড়ি রাতে পরপর আলো জ্বালায়। ভিয়েতনামের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্লগার ডুং ক ট্যান মোবাইলফোন দিয়ে মাঝেমাঝে ছবি তুলেন। এর আগে তিনি কয়েক বার সা পা অঞ্চলে এসেছিলেন। কিন্তু এবার প্রথমবারের মতো সিও চং হো জলবিদ্যুত্ স্টেশনে এসে, সত্যিকারভাবে ভিয়েতনাম-চীন সহযোগিতার সাফল্য অনুভব করছেন।

সা পা শহরে ফিরে আসতে রাত হয়ে গেছে। স্থানীয় এক রেস্তোঁরায় ভিয়েতনামের সংখ্যালঘু জাতির পোশাক পরা এক অভিনতা বাঁশ দিয়ে চীনা সংগীত ‘চাঁদ আমার হৃদয় প্রতিনিধিত্ব করে’ বাজাচ্ছেন। সেখানে বিভিন্ন দেশের পর্যটক মিলিত হচ্ছেন। তাদের মধ্যে অনেক চীনা পর্যটক। “স্থিতিশীল বিদ্যুত্ সরবরাহের কারণে রেস্তোঁরার ব্যবসা খুবই ভাল। আমাদের স্থিতিশীল আয়ও আছে।” রেস্তোঁরার খাদ্য পরিবেশিকা নগুয়েন ল্যান আনহ বললেন কথাটি।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn