বিআরআই সহযোগিতা: নামের যোগ্য সুবিধার সেতু
সেতু প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তি ইয়ানথুও জানান, প্রকল্প নির্মাণ চলাকালে শতকর্মী নিয়োগ করা হয়। তাদের মধ্যে অধিকাংশ নিকটবর্তী এলাকার জেলে ও কৃষক। সবার আয় বেড়েছে, জীবনমানও ব্যাপকভাবে উন্নীত হয়েছে। জানা গেছে, ২০১৫ সাল থেকে দেলুং শিল্পপার্কের সাহায্যে মোট ১৫ কিলোমিটার পাকা রাস্তা এবং ২০টি সেতু নির্মিত হয়েছে।
দেলুং শিল্পপার্কের উত্তর মোরোওয়ালি পার্ক এলাকর প্রেসিডেন্ট চৌ ইউয়ান জানান, ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ সংশ্লিষ্ট দেশের ব্যাপক সমর্থন পেয়েছে এবং চীন ও সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের সাথে মৈত্রী গভীরতর করেছে। সুবিধার সেতু ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে’র মাধ্যমে মানুষে মানুষে বন্ধন বেগবান করার প্রাণবন্ত প্রমাণ। ভবিষ্যতে শিল্পপার্ক অব্যাহতভাবে সবুজ ও টেকসই উন্নয়ন ধারণা পোষণ করে, উচ্চমান, মানুষের জীবিকার সুবিধা এবং টেকসই লক্ষ্যবস্তু হিসেবে বাস্তব কার্যক্রম দিয়ে চীন-ইন্দোনেশিয়া মৈত্রী গভীরতর করতে অবদান রাখবে।