চীনের উচ্চ মানের উন্নয়নের পথ
গত এক দশক ধরে, অভূতপূর্ব ও অবিরাম অর্থনৈতিক সংস্কার পদক্ষেপের একটি ধারাবাহিক শিকড় গেড়েছে এবং চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের মৌলিক অর্থনৈতিক ব্যবস্থা আরও পরিপক্ব ও চূড়ান্ত হয়েছে।
সংস্কারমূলক পদক্ষেপের মাধ্যমে, চীনা অর্থনীতি কেবল শক্তিশালী প্রবৃদ্ধিই ধরে রাখে নি, বরং ২০১২ সাল থেকে দ্বিগুণেরও বেশি প্রবৃদ্ধি হয়েছে, যা প্রবৃদ্ধিতে প্রধান অবদানকারী হিসাবে চীনের বৈশ্বিক অবস্থানকে সুসংবদ্ধ করেছে।
চীনের অর্থনৈতিক ব্যবস্থা সংস্কার গবেষণা কমিশনের উপ প্রধান চাও আই বলেন,
"চীনের আধুনিকীকরণের অগ্রগতির ক্ষেত্রে, শুধুমাত্র অটলভাবে সংস্কার গভীরতর করেছে এবং উচ্চমানের অর্থনৈতিক উন্নয়নে শক্তিশালী অভ্যন্তরীণ গতি ও প্রাণশক্তি উন্মুক্ত করার মাধ্যমে, চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো, সংকটকে সুযোগে পরিণত করতে পারবো, ক্রমবর্ধমান তীব্র আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৌশলগত উদ্যোগে জয়ী হতে পারব। নিরাপদ উন্নয়নের জন্য একটি মজবুত ভিত্তি স্থাপন করতে পারব এবং চীনা জাতির মহান পুনর্জীবনের মহান লক্ষ্য অর্জন নিশ্চিত করতে পারব। "