বাংলা

এয়ার চায়নার বেইজিং—ঢাকা রুট চালু

CMGPublished: 2024-07-22 11:58:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত ১০ জুলাই সন্ধ্যায় চীনের রাজধানী বেইজিং থেকে রওয়ানা হয়ে এয়ার চায়নার যাত্রিবাহী বিমানটি বাংলাদেশের রাজধানী ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে বিশেষ ‘পানি দরজা’ অতিক্রম করার সঙ্গে সঙ্গে বেইজিং—ঢাকা সরাসরি বিমান চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেন, ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট চালু বাংলাদেশ ও চীনের মধ্যে মৈত্রী, সহযোগিতা এবং বাড়তে থাকা আন্তঃযোগাযোগের প্রতিফলন, যা দু’দেশের পর্যটন শিল্প ও অন্যান্য বাণিজ্যিক বিনিময়ে সহায়তা দেবে।

বাংলাদেশে নিযুক্ত চীনা অস্থায়ী রাষ্ট্রদূত লিউ ইয়ুইন বলেন, সাংস্কৃতিক বিনিময় হলো চীন ও বাংলাদেশ সমঝোতা বাড়ানো এবং সহযোগিতা গভীরতর করার গুরুত্বপূর্ণ ভিত্তি এবং একে অপরের জন্য আরো বেশি উন্নয়ন সুযোগ বয়ে আনবে। পাশাপাশি তিনি চীন ও বাংলাদেশের মধ্যে আরো বেশি যোগাযোগ ও পর্যটনের ব্যবস্থা করে, অব্যাহতভাবে দু’দেশের মৈত্রীর ভিত্তি দৃঢ় করতে উত্সাহ দেন।

এয়ার চায়নার ঢাকা অফিসের জেনারেল ম্যানেজার আন মিং বলেন, কোম্পানির বেইজিং—ঢাকা রুট চালু চীন ও বাংলাদেশের জন্য আরো সুবিধাজনক আকাশ-সেতু প্রতিষ্ঠা করার পাশাপাশি পর্যটকদের যাতায়াতের জন্য আরো বেশি সুবিধা সরবরাহ করে, দু’দেশের অর্থনৈতিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বেগবান করে, দু’দেশ আরো ব্যাপক ক্ষেত্রে সহযোগিতা চালাতে সাহায্য দেবে।

জানা গেছে, রুটটি বোয়িং ৭৩৭ মডেল ব্যবহার করে, প্রত্যেক সপ্তাহের মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার ফ্লাইট পরিচালনা করছে। যাত্রার সময় প্রায় ৫ ঘন্টা।

Share this story on

Messenger Pinterest LinkedIn