বাংলা

‘সবুজ’ চীন ও মধ্য-এশিয়া জ্বালানি সহযোগিতার নতুন রঙে পরিণত হয়

CMGPublished: 2024-07-08 10:05:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাম্প্রতিক বছরগুলোতে চীন ও মধ্য এশীয় দেশগুলোর সঙ্গে নিরন্তর সবুজ জ্বালানি সহযোগিতা সম্প্রসারণ করার সঙ্গে সঙ্গে বেশ কিছু সহযোগিতামূলক প্রকল্প পরপর নির্মিত হচ্ছে। দু’পক্ষের জ্বালানি সহযোগিতার ক্রমবর্ধমানভাবে ‘সবুজ’ জ্বালানি স্থান করে নিচ্ছে।

সম্প্রতি সিনচিয়াংয়ের উরুমুচিতে অনুষ্ঠিত অষ্টম চীন-ইউরেশিয়া এক্সপোয় সিনচিয়াং গোল্ডউইন্ড বিজ্ঞান ও প্রযুক্তি কোং, লিমিটেড মধ্য-এশিয়ার ভৌগোলিক পরিবেশের জন্য উপযুক্ত বায়ু শক্তি পণ্য প্রদর্শন করে।

“সিনচিয়াং মধ্য-এশীয় অঞ্চলের সঙ্গে নদী ও পাহাড় দিয়ে সংযুক্ত। ওই অঞ্চল গোল্ডউইন্ড বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানির অন্যতম বাজারে পরিণত হয়েছে।” কোম্পানির ভাইস-প্রেসিডেন্ট কাও চিনশান বলেন, ২০২৪ সালের প্রথম প্রান্তিকের শেষ নাগাদ পর্যন্ত, কাজাখস্তান ও উজবেকিস্তানের মতো মধ্য-এশীয় দেশে কোম্পানির মোট বায়ু শক্তির বিদ্যুত্ উত্পাদন ক্ষমতা ৩.১৯ লাখ কিলোওয়াটের বেশি ছিল। সাম্প্রতিক উজবেকিস্তানে কোম্পানি ২ মিলিয়ন কিলোওয়াটের বায়ুশক্তি প্রকল্প বিডিং জয় করেছে। ভবিষ্যতে কোম্পানির কাজাখস্তান ও উজবেকিস্তানে বিনিয়োগ করে কারখানা নির্মাণ করার পরিকল্পনা আছে। যাতে বায়ু চালিত জেনারেটরের স্থানীয় উত্পাদন বাস্তবায়ন করা যায়।

সাম্প্রতিক বছরগুলোতে আরো বেশি চীনা প্রতিষ্ঠান মধ্য-এশিয়ায় নতুন জ্বালানি শিল্পে বিনিয়োগ করতে আসছে। কাজাখস্তানে চীনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে নির্মিত ঝানাটাস উইন্ড ফার্ম, টারগুসুন জলবিদ্যুৎ কেন্দ্র ও আলমাটি ফটোভোলটাইক পাওয়ার স্টেশনসহ বিভিন্ন নতুন জ্বালানি প্রকল্প কার্যকরভাবে স্থানীয় নিম্ন-কার্বনে রূপান্তরে সহায়তা দেয়।

এবারের চীন-ইউরেশিয়া মেলায় চায়না এনার্জি ইনভেস্টমেন্ট এবং চায়না হুয়াডিয়ান কর্পোরেশন ইত্যাদি চীনা প্রতিষ্ঠান মরুভুমি, গোবি ও উঁচু পাহাড়সহ বিভিন্ন ভূসংস্থানের সঙ্গে উপযুক্ত জেনারেটরের ধরন ও ব্যাটারি প্যাক প্রদর্শন করেছে। টিবিইএ কোং. লিমিটেড নিজস্ব গবেষণায় উদ্ভাবিতs সুপার হাই পাওয়ার ট্রান্সমিশন এবং ট্রান্সফরমেশন যন্ত্রপাতি প্রদর্শন করেছে। যেটা দিয়ে সবুজ বিদ্যুতের বড়মাপের দূরপাল্লার পরিবহন বাস্তবায়ন করা যায়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn