গরমে সংশ্লিষ্ট পণ্যের বাজার চাঙ্গা
হেপেই প্রদেশের চেংতিং শহরের রাতের বাজারে ৬ শতাধিক ট্রাক চীনের বিভিন্ন জায়গার সুস্বাদু খাবার বহন করে আনে। ছোংছিং ডিপার্টমেন্টাল স্টোর ‘রাতের থিয়েটার’-এর মাধ্যমে স্থানীয় পণ্য ও সেবার ভোগ বাড়াতে ভূমিকা রাখছে। চিয়াংসু প্রদেশের নানচিংয়ের রাতের বাজার ‘নানচিং স্বাদ’-এর মাধ্যমে পর্যটকদের আকর্ষণ করছে। পাশাপাশি, “ক্যাম্পিং+” ও “লাইভ স্ট্রিমিং+”-এর মতো নতুন বিষয়গুলোও যুক্ত হচ্ছে এখানে।
চীনের পর্যটন গবেষণালয়ের প্রধান তাই পিন বলেন, সংস্কৃতি ও পর্যটন খাতের সংযুক্তির প্রবণতা বাড়ছে। সাংস্কৃতিক পণ্য এবং পর্যটনসংশ্লিষ্ট পণ্য ও পরিষেবার মানও বাড়ছে। এক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ভবিষ্যতে বিগ ডেটা, মেটাভার্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নবোদিত প্রযুক্তির ব্যাপক ব্যবহার হবে। এদিকে, ডিজিটাল প্রযুক্তি ও সাংস্কৃতিক পর্যটনশিল্পের সংযুক্তির কাজেও অতিরিক্ত গতির সঞ্চার হবে। আর সৃজনশীল পণ্য ও সেবা এ খাতের মূল চালিকাশক্তিতে পরিণত হবে।