নারী চাষী স্যু হোং-এর কথা
একটি ক্ষেতে চারা রোপণ শেষে স্যু হোং দ্রুত অন্য ক্ষেতে চলে যান। সেখানে তিনি ট্র্যাক্টর চালিয়ে কৃষিকাজ শুরু করেন। মাঝেমধ্যেই তিনি অন্যদেরকে সূক্ষ্ম নেইল পলিস দিতে দেখে ঈর্ষান্বিত হন। কারণ, তার কাছে কাদামাটি হচ্ছে অনেকটা ক্রিমের মতো, যা প্রায় সবসময় তার শরীরে লেগে থাকে। তবে, এসব যন্ত্রপাতির সাহায্যে কৃষিকাজের মাধ্যমে গ্রামবাসীদের উপার্জন বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ স্যু হোং।
স্যু হোং বলেন, ‘যন্ত্রপাতি চালানো সহজ কাজ। তবে, মেরামত করার প্রয়োজন হলে এবং কৃষিক্ষেতে তা অকেজো হয়ে গেলে, মন খুব খারাপ হয়। ব্লেড পরিবর্তন ও স্ক্রু করাসহ সব কাজ নিজেকেই করতে হয়।’
২০২০ সালে স্যু হোং যন্ত্রপাতি সেবা সমবায় প্রতিষ্ঠা করেন। যন্ত্রপাতি সংস্কার, নতুন সরঞ্জাম নিয়ে গবেষণা করাসহ সবাইকে নিয়ে কাজ করে যেতে এবং আধুনিক কৃষি উন্নয়নে আরও অবদান রাখতে চান তিনি।
তিনি বলেন, ‘আমাদের সমবায়ের সদস্যদের অনেকেই তরুণ। তাঁরা বিভিন্ন শিল্প থেকে এসেছেন। নানান বয়সী হলেও, তাঁরা হাতে হাত রেখে, সফলতা অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’