ই-কমার্সের সুবিধা কাজে লাগিয়ে সমৃদ্ধ হয়েছে আন ই
সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, তাদের সাহায্যে থু শানশান ১.১ লাখ ইউয়ান প্রকল্প ভর্তুকি পেয়েছেন এবং তাঁর অর্থের অভাব মিটেছে।
এ পর্যন্ত থু শানশানের সৃষ্ট বেশ কয়েকটি কৃষিপণ্য ব্র্যান্ড ইন্টারনেটে জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। পুরো প্ল্যাটফর্মে তাঁর ভক্তের সংখ্যা ১০ লক্ষাধিক। লাইভ-স্ট্রিমিং ই-কমার্সের দৈনন্দিন বিক্রয় ৫ থেকে ১০ হাজার অর্ডারে পৌঁছেছে।
এখন আন ই জেলায়, ৫০ জনেরও বেশি লাইভ স্ট্রিমিং হোস্ট আছেন। এ ছাড়া, নিয়মিতভাবে ই-কর্মাস পরিষেবা ও প্রতিভা ইনকিউবেশনসহ ধারাবাহিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে পরিকল্পনা, ধারণা ও নীতি সরবরাহ করা হচ্ছে জেলায়। আন ই জেলা সারা বছরজুড়েই ই-কর্মাসের প্রচার এবং নেটওয়ার্ক উত্পাদন ও বিপণন প্রচার কার্যক্রম চালিয়ে, ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর জন্য বাজার খুলতে সাহায্য করে চলেছে। চিয়াংসি প্রাদেশিক কৃষিপণ্য ই-কর্মাস পর্যবেক্ষণ প্ল্যাটফর্মের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে আন ই জেলার কৃষিপণ্য ইন্টারনেটে বিক্রির পরিমাণ ছিল ৪ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার ইউয়ান, যা ২০২২ সালের তুলনায় ১০৯০.৮ শতাংশ বেশি।