উগান্ডার জন্য চীনা প্রতিষ্ঠানের ‘সবুজ তেলক্ষেত’ তৈরি করছে চীনা প্রতিষ্ঠান
প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ছাড়া, সিএনওওসি স্থানীয়দের জীবিকা উন্নত ও কর্মসংস্থান বাড়াতে সামাজিক দায়িত্ব পালন করছে। কোম্পানি তেলক্ষেত্রের পাশে স্থানীয় প্রথম রাস্তা নির্মাণ করেছে। এতে গ্রামবাসীদের এখন আর ছোট্ট পাহাড়ি পথে চলাচল করতে হয় না।
“চীনা প্রতিষ্ঠান আমাদের জীবনে বিরাট পরিবর্তন ডেকে এনেছে। রাস্তা নির্মাণ করার পর আমাদের বাচ্চারা আরও দূরের স্কুলে লেখাপড়া করতে পারছে। গ্রামবাসীরাও আরও ভালো হাসপাতালে চিকিত্সা নিতে পারছে”, স্থানীয় জেলে শেরিফ এমন কথা বললেন।
উগান্ডার বিনিয়োগ ও বেসরকারিকরণ প্রতিমন্ত্রী এভলিন আর্নেট এক সাক্ষাত্কারে বলেন, ‘কিংফিশার তেলক্ষেত্র প্রকল্প দেশটির শিল্পব্যবস্থার আপগ্রেডিংয়ে সাহায্য দেবে। চীনা প্রযুক্তি ও অভিজ্ঞতা উগান্ডার উন্নয়নে নতুন চালিকাশক্তি যোগাচ্ছে এবং দেশটির সবুজ ও টেকসই শিল্পায়ন প্রক্রিয়া বেগবানে সহায়তা দিচ্ছে।’