বাংলা

অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের পদ্ধতিগত সুরক্ষায় সি চিন পিং-এর গুরুতারোপ

CMGPublished: 2024-06-14 10:42:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত এক দশকে, চীন সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণ ও সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, যা সি চিন পিং আস্থা ও শক্তির উৎস হিসেবে তুলে ধরেছেন।

"এই বিশাল বিস্তৃত ভূমি জুড়ে, উত্তরের মরুভূমিতে ধোঁয়ার ঝাঁকুনি এবং দক্ষিণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আমাদের সহস্রাব্দের পুরনো গল্পের স্মৃতিকে উদ্বুদ্ধ করে। শক্তিশালী হলুদ নদী এবং ইয়াংজি নদী আমাদের অনুপ্রাণিত করতে থাকে। প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে আবিষ্কারগুলো আমাদেরকে চীনা সভ্যতার সূচনা সম্পর্কে অনেক কিছু জানিয়েছে। চীনা সংস্কৃতির বিবর্তন এই সবই চীনের কালজয়ী ইতিহাস এবং এর চমৎকার সভ্যতার প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে এবং এ সবই আমাদের আত্মবিশ্বাস ও শক্তির উৎস।"

首页上一页...3456 6

Share this story on

Messenger Pinterest LinkedIn