বাংলা

চীনের সঙ্গে সবুজ সহযোগিতার ভবিষ্যতে ভরসা রাখেন নরওয়েজীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা

CMGPublished: 2024-06-06 09:21:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতা হলো নরওয়ে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার গুরুত্বপূর্ণ চ্যানেল। সবুজ রূপান্তর, সামুদ্রিক দূষণ প্রশাসন এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ক্ষেত্রে নরওয়ে ও চীনের অনেক অভিন্ন উদ্বেগ আছে। তিনি দু’দেশের সহযোগিতা গভীরতর করে, বিশ্বের টেকসই উন্নয়নের জন্য জ্বালানি খাতে আরো বেশি অবদান রাখার প্রত্যাশা করেন।

“নরওয়ে’র অনেক ছোট স্টার্ট আপ প্রতিষ্ঠান আছে। যাদের কর্মীর সংখ্যা ৫০ জনেরও কম। সবুজ রূপান্তরে এসব প্রতিষ্ঠান ব্যবসা সম্প্রসারণ ও মাত্রা বাড়ানোর জায়গা হলো চীন।” ইনোভেশন নরওয়ে’র অফশোর বায়ু শক্তির দায়িত্বশীল ব্যক্তি অ্যান্ডার্স নর্ডবার্গ বলেন, দূষণমুক্ত জ্বালানি শিল্পে চীনের বিনিয়োগ বিরাট এবং এই ক্ষেত্রে বিশ্বের গুরুত্বপূর্ণ বড় রাষ্ট্র চীন। নরওয়ে’র প্রতিষ্ঠান চীনা বাজার খতিয়ে দেখে এবং চীনের দূষণমুক্ত জ্বালানি শিল্পে দেশটির সরাসরি বিনিয়োগ বাড়তে থাকবে।

তিনি আরো জানান, জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ এবং সৌর শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে আরো বেশি নরওয়েজিয়ান প্রতিষ্ঠান চীনা অংশীদারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে চীনে, এমনকি বিশ্ব বাজারে শেয়ার সম্প্রসারণ করছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn