বাংলা

রোববারের আলাপন: ছেংতুতে আউটডোর স্মার্ট গণশরীরচর্চা মাঠ তৈরি

CMGPublished: 2024-06-02 21:50:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু আকাশ এবং তৌহিদ।

সম্প্রতি ছেংতুর নান সান আবাসিক অঞ্চলে একটি আউটডোর স্মার্ট গণশরীরচর্চা মাঠ নির্মিত হয়েছে। এতে প্রতিদিন প্রায় এক হাজার লোক ব্যায়াম করেন। তার জনপ্রিয়তা অব্যাহত উন্নত হচ্ছে। বন্ধুরা, আমরা আজ প্রথমে এ গল্পটি আপনাদের সাথে শেয়ার করব, কেমন?

১৭ এপ্রিল, ছেংতু ক্রীড়া ব্যুরোর উদ্যোগে নান সান আবাসিক অঞ্চলের আউটডোর স্মার্ট গণশরীরচর্চা মাঠ নির্মাণ করা হয়েছে। এতে স্মার্ট শরীরচর্চা সরঞ্জাম, চেক ডেস্ক-সহ মোট ২৪টি সরঞ্জাম রয়েছে। পাশাপাশি মোবাইল ফোন দিয়ে কোড স্ক্যান করলে, ‘খেলাধুলার প্রস্তাবও’ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা লিন খাং বলেন, ‘এখন আমাদের আবাসিক এলাকায় এ বিনামূল্যে আউটডোর স্মার্ট গণশরীরচর্চা মাঠ আমাদের ব্যায়ামের জন্য অনেক সুবিধা দিয়েছে।’

জানা গেছে, নির্মাণের এক মাসের মধ্যে এ গণশরীরচর্চা মাঠের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। দিনের সময়ে বয়স্ক ও বাচ্চারা আসে, সন্ধ্যার সময়ে অনেক তরুণতরুণী আসে।

‘১৫ মিনিটের শরীরচর্চা সুবিধাজনক চক্র’ আরও উন্নত করার জন্য ২০২১ সালের ডিসেম্বরে, ছেংতুর প্রথম আউটডোর স্মার্ট শরীরচর্চা মাঠ তৈরি হয়। এ পর্যন্ত, শহরে ইতোমধ্যে ৯টি এ ধরনের ফ্রি আউটডোর স্মার্ট শরীরচর্চা মাঠ নির্মিত হয়েছে। পরিকল্পনা অনুসারে, ২০২৫ সাল পর্যন্ত, শহরজুড়ে এক হাজারও বেশি আউটডোর স্মার্ট শরীরচর্চা স্থাপনা নির্মাণ বা উন্নত করা হবে। ২০২৩ সালে, শহরের সব আবাসিক এলাকায় আউটডোর স্মার্ট শরীরচর্চা স্থাপনা থাকবে বলে পরিকল্পনা করা হচ্ছে।

ভাই, আপনি ছেংতু শহর সম্পর্কে কিছু বলতে পারবেন?

আকাশ: বাংলাদেশের মানুষ ঝাল খাবার অনেক পছন্দ করেন। এজন্য তারা চীনের হটপট বিশেষভাবে পছন্দ করেন। ছেংতু হচ্ছে হটপটের জন্মস্থান। ছেংতুতে লাঞ্চ বা ডিনারে হটপট খাওয়ার পর, ১৫ মিনিট হেঁটে একটি ফ্রি আউটডোর স্মার্ট শরীরচর্চা মাঠে পৌঁছানো যাবে এবং ব্যায়াম করা যাবে। কত আরামদায়ক একটি ব্যাপার। এ বিষয়টি আপনার কি মনে হয়।

তৌহিদ:..

চীনে এখন ‘১৫ মিনিটের শরীরচর্চা সুবিধাজনক চক্র নির্মাণে অনেক গুরুত্ব দেয়। এ বিষয়ে আপনার মতামত কি?

বাংলাদেশেও এখন সবাই ব্যায়ামে অনেক গুরুত্ব দেন। এখাতে বাংলাদেশের অবস্থা কেমন?

সংগীত

বন্ধুরা, আমরা এখন চীনা ভাষা শিখার একটি খবর আপনাদের সাথে শেয়ার করি।

পাকিস্তানে চীনা ভাষা শিক্ষাকে প্রমোট করছে সেদেশের সরকার। জাতিসংঘ চীনা ভাষা দিবস উপলক্ষ্যে, ২০ এপ্রিল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে এ কথা বলেছেন।

বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডোর নির্মাণের কারণে, দু’দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক দ্রুতগতিতে উন্নত হচ্ছে; পাকিস্তানে চীনা ভাষা জানা লোকের সংখ্যা দ্রুত বাড়ছে। চীনা ভাষা ও সাহিত্যকে প্রমোট করতে পাকিস্তান সরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, বিংশ শতাব্দীর সত্তুরের দশকে পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসে চীনা ভাষা বিভাগ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে, পাকিস্তানে মোট ৫টি কনফুসিয়াস ইনস্টিটিউট ও ২টি কনফুসিয়াস ক্লাসরুমে চীনা ভাষা শেখানো হয়।

ভাই, আগের একটি অনুষ্ঠানে আমরা চীনা ভাষা শিক্ষা সম্পর্কিত কিছু কথা বলেছি। আজ আমরা আরও কিছু বলব, কেমন?

বন্ধুরা, ইন্টারনেট আমাদের জীবনকে অনেক পরিবর্তন করেছে। ভাষা শিক্ষার খাতেও। আপনারা এখন উত্তরার বাসায় বসে খুব সহজে চীনা ভাষা শিখতে পারবেন। চীন না আসলেও আমাদের আশেপাশে একটি ছোট ভাষা শিখার পরিবেশ আমরা নিজে সৃষ্টি করতে পারব।

আপনার কি মনে করেন?

তৌহিদ:...

Share this story on

Messenger Pinterest LinkedIn