বাংলা

শত শত বিলিয়ন মূল্যের ফুলের ব্যবসা

CMGPublished: 2024-05-31 10:00:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সবেমাত্র পার হওয়া মা দিবসে ফুল কেনা অনেক লোকের জন্য ছুটির ‘আচার’ হয়ে উঠেছে। হ্য মা সংস্থার তথ্য দেখায় যে, গত ১২ মে এ কোম্পানির অনলাইন এবং অফলাইনে ফুল বিক্রি স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দশগুণ বেড়েছে, যা গত বছরের মা দিবসে একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি।

নতুন জাতের নজরকাড়া ফুল, অফলাইন দোকানে বিক্রি সক্রিয় ও আকর্ষণীয় এবং একের পর এক নতুন অনলাইন মডেল উঠছে। ক্রমবর্ধমান জনপ্রিয় ‘ফ্লাওয়ার ইকোনমি’ ভোগখাতে শত শত বিলিয়ন মূল্যের একটি নতুন খাতের জন্ম দিচ্ছে।

ইয়ুন নান প্রদেশের তৌ নান ফুল বাজারে পর্যটকদের আনাগোনার বিরাম নেই। নানা ধরনের গোলাপ, বিশেষত চীনা গোলাপ, সূর্যমুখী এবং অন্যান্য পূর্ণ প্রস্ফুটিত তাজা ফুল সাজিয়ে রাখা হয়েছে।

ব্যবসায়ী লাং ইয়ু বলেন, “বর্তমানে সবাই আচার-অনুষ্ঠানে বেশি মনোযোগ দেয়। ফুলগুলো ভালোবাসা প্রকাশের একটি সাধারণ উপায় হয়ে উঠেছে।”

তৌ নান ফুল লেনদেন বাজার এশিয়ার ফুলের রাজধানী হিসেবে চিহ্নিত।

চীনা ভোক্তাদের কেনা বেশিরভাগ তাজা ফুল এখান থেকে আসে। তৌ নান ফুল ইন্ডাস্ট্রি গ্রুপের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ছিয়ান ছোং চুন জানিয়েছেন, তৌ নান ফুল শিল্প পার্কে বর্তমানে প্রতিদিন গড়ে ৪ কোটি তাজা কাটা ফুলের লেনদেন হয়। প্রতিদিন ১১৭ ধারার ১৬ শ’টিরও বেশি জাতের তাজা কাটা ফুলের পসরা বসে এখানে।

এ বছর থেকে ছোং ছিং, সি আন এবং চিয়াং সু ও চেচিয়াং প্রদেশের বেশ কয়েক শহরে তাজা ফুলের বিক্রির পরিমাণ ৫০ শতাংশ বেড়েছে। অনেক চীনা পরিবারের জন্য ফুলগুলো দৈনন্দিন ভোগ্যপণ্যে পরিণত হয়েছে। যা সমগ্র ফুলের বাজার বিকাশের জন্য বিশাল সম্ভাবনা নিয়ে আসে।

আমাদের সাংবাদিক অনেক জায়গা পরিদর্শন করে দেখেছেন যে, যে ফুলের দোকানগুলো ডিজাইন করতে এবং গল্প বলতে জানে সেগুলো তরুণ ভোক্তাদের মাঝে প্রিয় হয়ে উঠেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn