মধ্যপ্রাচ্যে চীনা বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা প্রসঙ্গ
প্রায় ৮ বছর আগে উপসাগরীয় অঞ্চলের সংযুক্ত আরব আমিরাত চীনা নতুন জ্বালানিচালিত গাড়ি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ শুরু করে। সবার আগে চীনা বৈদ্যুতিক গাড়ি আমদানিকারক দেশগুলোর অন্যতম এই আমিরাত। দুবাইয়ের গাড়ি ব্যবসায়ী ফরজাদ বললেন, চীনা ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ির গুণগত মান উঁচু, প্রযুক্তি অগ্রণী, এবং স্থানীয় রাস্তা ও আবহাওয়ার জন্য উপযুক্ত। বিগত দুই বছরে স্থানীয়দের মধ্যে এ গাড়ি খুবই জনপ্রিয় হয়ে ওঠে।
বিশ্লেষকরা মনে করেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশের সরকার বৈদ্যুতিক গাড়ি জনপ্রিয় করার পরিকল্পনা বাস্তবায়ন করায়, সেসব দেশের বাজারে এ ধরনের গাড়ি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। যেমন, ইউএই সরকার ২০৫০ সাল নাগাদ বৈদ্যুতিক গাড়ির সংখ্যা মোট গাড়ির ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে। এতে পরিবহন বিভাগের তেলের খরচ অনেক কমে যাবে। মিসরও শুল্ক হ্রাস, গবেষণা, ও প্রণোদনাসহ বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে, ব্যাপকভাবে বৈদ্যুতিক গাড়িশিল্পের উন্নয়ন ঘটাচ্ছে।
ইউএই’র অর্থনীতিবিদ জাবিরা মনে করেন, চীনা ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ির মান ও প্রতিদ্বন্দ্বিতা-ক্ষমতা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ির চেয়ে বেশি। আগামী দু’বছর দেশটিতে এ গাড়ির বিক্রি ৩০ শতাংশ বাড়বে। আবুধাবির গাড়ি ব্যবসায়ী তাজি বলেন, চীনা ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ির উপযোগিতা বেশি, ব্র্যান্ড ও মডেল বৈচিত্র্যময়। দেশটির বিভিন্ন জায়গায় প্রদর্শনী হল, আউটলেট ও রক্ষণাবেক্ষণকেন্দ্র স্থাপিত হয়েছে বলেও তিনি জানান।