বাংলা

রোববারের আলাপন: কুয়াংতোংয়ের গ্রামাঞ্চলে ধারাবাহিক গণশরীরচর্চা প্রতিযোগিতা আয়োজিত

CMGPublished: 2024-05-26 03:36:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পরিকল্পনায় আরো বলা হয়, গণশরীরচর্চার স্থাপনা ও সরঞ্জাম আরো সম্প্রসারণ করা হবে। দেশব্যাপী আরো ২০০০টিরও বেশি খেলাধুলা পার্ক, গণশরীরচর্চা কেন্দ্র ও গণখেলাধুলা স্টেডিয়াম নির্মাণ ও সংস্কার করা হবে।

পরিকল্পনা মতে, দেশব্যাপী সার্বিকভাবে গণশরীরচর্চা প্রতিযোগিতা আয়োজন করা হবে। গণশরীরচর্চা সম্মেলন, জাতীয় কমিউনিটি গেমস, এবং গণশরীরচর্চা দিবসসহ নানা গণশরীরচর্চা কার্যক্রম আয়োজন করা হবে। পাশাপাশি, সব ধরনের প্রতিবন্ধী খেলাধুলার আয়োজনকে সমথর্ন দেওয়া হবে। দেশের বিভিন্ন অঞ্চলের গণশরীরচর্চার সমন্বিত উন্নয়নকে প্রমোট করা হবে।

পরিকল্পনাটিতে বলা হয়, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বা গোষ্ঠীর জন্য শরীরচর্চা কর্মকাণ্ড তারানিত্ব করা হবে। তরণ-তরুণীদের খেলাধুলা প্রমোট পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বয়স্কদের জন্য উপযুক্ত খেলাধুলা সরঞ্জাম ও প্রতিযোগিতা কর্মকান্ড প্রমোট করা হবে। গণশরীরচর্চা স্থাপনা বাধামুক্ত করা হবে, এবং প্রতিবন্ধীদের খেলাধুলা পরিচালনা করা হবে। চাষী ও নারীদের শরীরচর্চা কর্মকান্ড এগিয়ে নেওয়া হবে।

পরিকল্পনা অনুসারে, খেলাধুলা ও পর্যটনের সংযোগ আরো ঘনিষ্ঠ হবে। পর্বতারোহন, হাইকিং, মারাথ্যন, ও সাইক্লিংসহ নানা আউটডোর খেলাধুলা প্রমোট করা হবে। তার সংশ্লিষ্ট সব সুবিধা প্রতিষ্ঠা ও উন্নত করা হবে।

পাশাপাশি, গত বছরের মে মাসে, রাষ্ট্রীয় ক্রীড়া সাধারণ প্রশাসনসহ মোট ১২টি সরকারি বিভাগ ‘ক্রীড়া উন্নয়নের মাধ্যমে গ্রাম পুনরুজ্জীবন আরও এগিয়ে নেওয়া-বিষয়ক দিক-নির্দেশনা’ প্রকাশ করেছে। এতে বলা হয়, শহর ও গ্রামাঞ্চলের গণশরীরচর্চা সেবা সম্পদ ভারসাম্যপূর্ণভাবে এগিয়ে নিতে হবে এবং গ্রামাঞ্চলের গণশরীরচর্চা উপকরণ ও স্থাপনা আরও উন্নত করতে হবে।

বাংলাদেশের গ্রমাঞ্চলের গণশরীরচর্চার এখন কি অবস্থা?

তৌহিদ:.

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn