বাংলা

ফ্যাশনদূরস্ত গ্রাম চীনের মান কু গ্রাম

CMGPublished: 2024-05-24 10:52:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

টেরেসে সোফা কার্টুন পুতুলে ভরা। আপনি হলুদ সরিষা ক্ষেতে হাতে তৈরি কফিতে চুমুক দিতে পারেন। দূরে তাকালে থিয়ান চু পাহাড় ছবির মতো পরিষ্কার দেখা যায়। এটি চীনের আন হুই প্রদেশের আন ছিং শহরের মান কু গ্রামে অবস্থিত নান বেই কফি শপ থেকে দেখা দৃশ্য। এ ক্যাফে আশেপাশের বাসিন্দাদের কাছে খুব পরিচিত এবং ইন্টারনেট সেলিব্রিটিদের চেক ইন করার অন্যতম দোকান।

নান বেই ক্যাফে’র মালিক হু রুই সাংবাদিককে জানান, শহরের ‘ট্রেন্ডি আইটেম’-কফি; এর একটি কাপ ‘কবিতা এবং দূরত্বে’র নস্টালজিয়াকে মিলিয়েছে, যা সব বয়সী মানুষের কাছে জনপ্রিয়। চালু হবার পর থেকেই দারুণ ব্যবসা করছে ক্যাফেটি। “জানা গেছে, একশ বর্গমিটারের এ দোকান গত মার্চ মাস থেকে উদ্বোধনের পর দিনে কফি বিক্রির পরিমাণ সর্বোচ্চ ১০ হাজার ইউয়ানে ছাড়িয়েছে। দোকান খোলার জন্য ৪০ হাজার ইউয়ান বিনিয়োগ হয়েছিল, যা ১৫ দিনের মধ্যে পরিশোধ করা হয়েছে।

গ্রামে ক্যাফে চালানো একটি ভালো সূচনা। এর মধ্য দিয়ে তরুণদের কাজের মূল্য অনেক বেড়েছে এবং গ্রামবাসীদের চাষাবাদের ফলন প্রদর্শিত হতে পেরেছে।

বড় চাষিদের সরিষা তেল ও চাউল সুভ্যানিয়ার হিসেবে ক্যাফে’র শেল্ফে রাখা হয়েছে। এ দোকান সাইবারে ভাইরাল হওয়ার পর গ্রামবাসীরা এটির আশেপাশে কাবাব দোকান এবং ফ্লোটিং প্রকল্প চালু করেছেন।

সুন্দর গ্রামে অসীম প্রাণশক্তি ও সম্ভাবনা দেখা দিয়েছে, যা বাইরে কর্মরত অনেক তরুণ অধিবাসীদের গ্রামের বাড়িতে ফিরে আসতে আগ্রহী করেছে। তরুণ বাসিন্দারা গ্রামের বাড়ি ফিরে এসে নতুন প্রজন্মের কৃষকে পরিণত হন। তারা গ্রামীণ সংস্কৃতি ও পর্যটনের মিশ্রণে উন্নয়নের জন্য নতুন উদ্ভাবনী শক্তি যুগিয়েছেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn