বাংলা

চীনের উচ্চমানের উন্নয়নের প্রশংসা করলেন সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রী

CMGPublished: 2024-05-20 10:57:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতি ‘চীনের অর্থনীতি উচ্চমানের উন্নয়নে রূপান্তর: পাকিস্তানের সুযোগ’ শীর্ষক সেমিনার দেশটির রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে যোগ দিয়ে সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, পাকিস্তান চীনের উচ্চমানের উন্নয়ন থেকে বহু দিক থেকে লাভবান হবে।

সেমিনার-স্থলে সিনহুয়া বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে গিলানি বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণ দেশটির অর্থনৈতিক উন্নয়ন বেগবান করেছে। অধিকতরভাবে উচ্চমানের উন্নয়ন এবং আঞ্চলিক আন্তঃযোগাযোগ বেগবান করার জন্য পাকিস্তানকে চীনের উচ্চমানের উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিখতে হবে।

সেমিনারে ভাষণে পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চিয়াং জাইতোং বলেন, পাকিস্তান সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং চীনের নতুন মানের উত্পাদন শক্তির মাধ্যমে উচ্চমানের উন্নয়ন অভিযাত্রা অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রধান সহযোগিতা কাঠামো হিসেবে দ্বিপাক্ষিক বাস্তব সহযোগিতার জন্য ভালো সম্ভাবনা তৈরি করে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণের উচ্চমানের উন্নয়ন বেগবান করার জন্য, দু’পক্ষকে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য কার্যকর করে, বাস্তব সহযোগিতার সুষ্ঠু প্রবণতা বজায় রেখে, যৌথভাবে প্রবৃদ্ধি করিডোর, জীবিকা করিডোর, সৃজনশীল করিডোর, সবুজ করিডোর ও উন্মুক্ত করিডোর নির্মাণ করে, হাতে হাত রেখে নতুন যুগে আরো ঘনিষ্ঠ চীন-পাকিস্তান অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা দ্রুততর করতে হবে।

পাকিস্তানের আঞ্চলিক গবেষণালয়ের প্রধান জোহর সেলিম বললেন, যুব-সম্প্রদায় হলো পাকিস্তানের বড় সম্পদ। ভবিষ্যতে তাদের আরো ভাল মানব-সম্পদে উন্নয়ন করার জন্য পাকিস্তানের উচিত চীনের উচ্চমানের উন্নয়ন থেকে যুব-মেধাশক্তিকে পরিচর্যার পদ্ধতি শিখা।

Share this story on

Messenger Pinterest LinkedIn