রোববারের আলাপন:চীনের ম্যারাথনের উন্নয়ন দ্রুতগতিতে হচ্ছে
সংগীত
বন্ধুরা, চীনের জনগণের জীবন আসলে কি রকমের ? আমরা এ সম্পর্কিত একটি খবর আপনাদের সাথে শেয়ার করব, কেমন?
২০২১ সাল থেকে দেশব্যাপী ‘১৫ মিনিট সুবিধাজনক বৃত্ত’ নির্মাণে বাণিজ্য মন্ত্রণালয়সহ একাধিক বিভাগ কাজ করে আসছে। সংশ্লিষ্ট পরিকল্পনা অনুসারে, এ বছরে দেশের ৭০ শতাংশেরও বেশি শহরে ‘১৫ মিনিট সুবিধাজনক বৃত্তে’র নির্মাণকাজ এগিয়ে নেয়া হবে।
‘১৫ মিনিট সুবিধাজনক বৃত্তে’র অর্থ হচ্ছে বাসিন্দারা বাসা থেকে বের হয়ে ১৫ মিনিটের মধ্যে দ্রুত বিনোদন, কেনাটানা, ক্রীড়াসহ নানা চাহিদা পূরণ করতে পারবেন।
এ বছর, দেশের হেই লং চিয়াং প্রদেশ আবাসিক এলাকায় জনগণকে সুবিধা দেয়া বিষয়ক সেবা কার্যক্রমের উন্নয়ন করছে। ২০২৫ সাল পর্যন্ত, শহরের ৯০ শতাংশ আবাসিক এলাকায় ‘১৫ মিনিট সুবিধাজনক বৃত্ত’ বাস্তবায়িত হবে।
দেশের দক্ষিণাঞ্চলের চিয়াং সু প্রদেশের রাজধানী নান চিংয়ে, ‘১৫ মিনিট সুবিধাজনক বৃত্ত’ উন্নয়নে অনেক গুরুত্ব দেয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দা চু সু কে জানান, ‘আমরা আবাসিক ভবন থেকে নামার পর, এই ছোট স্কোয়ারে গিয়ে পোশাক, ছাতা, জুতা ঠিক করাতে পারব, আমাদের বাচ্চারা স্কুল থেকে ফিরে আসার পর, এখানে খেলাধুলাও করতে পারবে। এ ছাড়া আমাদের এলাকার বয়স্করা শাকসবজি কেনার পর, এখানে এসে বসতে পারবেন।
ভাই, আপনি চীনে অনেক বছর ধরে বসবাস করছেন। এ খাতের আপনি নিজের অভিজ্ঞতা আমাদের সাথে বলতে পারবেন কি?
তৌহিদ:..
আসলে এখন অনলাইন কেনাকাটা চীনে অনেক উন্নত হচ্ছে। এতে মানুষদের জীবন আরও সুবিধাজনক হয়েছে। ঘরে বসে সব জিনিস কেনা যায়। এখাতে চীনে আপনার অভিজ্ঞতা আমাদের জানাবেন কি?
তৌহিদ:...