রোববারের আলাপন: কুই চৌয়ের ‘ছুন ছাও’ ফুটবল সুপারলিগ চলছে
আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু আকাশ এবং তৌহিদ।
ভাই, বসন্তকালে এসেছে। বেইজিংয়ের বসন্তকাল কেমন লাগছে? আপনি আমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবেন কি?
এখন বেইজিংয়ে সবুজ হয়ে উঠেছে। অনুষ্ঠানের শুরুতে আমরা প্রথমে সবুজ সম্পর্কিত একটি খবর আপনাদের সাথে শেয়ার করব, কেমন?
বন্ধুরা, সম্প্রতি প্রকাশিত ‘চীনের ভূখণ্ডে সবুজায়নের বুলেটিন’ অনুসারে, ২০২৩ সালে চীনের বনভূমি খাতে নতুন সাফল্য অর্জিত হয়েছে। বুলেটিনে দেখা যায়, ২০২৩ সালে চীনে নতুন করে প্রায় ৪০০ হেক্টর জমিতে গাছ লাগানো হয়েছে। চীনে বিশ্বের বৃহত্তম কৃত্রিম বনভূমি আছে।
চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের কর্মকর্তা চাং ওয়েই বলেন, অষ্টাদশ সিপিসি’র জাতীয় কংগ্রেস আয়োজনের পর, সবার চেষ্টায় দেশে মোট ১১.২ কোটি হেক্টর জমিতে গাছ লাগানো হয়েছে। চীনের কৃত্রিম বনভূমির আয়তন ৮.৭৬ কোটি হেক্টর, যা বিশ্বের শীর্ষে পৌঁছেছে।
চীনা প্রকৌশল একাডেমির পণ্ডিত লিউ সি রং বলেন, প্রায় ২০ বছরে বিশ্বের নতুন বনায়নের মধ্যে এক চতুর্থাংশ হল চীনের অবদান।
মরুকরণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে ২০২৩ সালে চীন সার্বিকভাবে ‘থ্রি-নর্থ শেল্টারবেল্ট প্রোগ্রাম’ আরও জোরদার করেছে। এতে মোট ১২ লাখ হেক্টর জমিতে গাছ ও ঘাস লাগানো হয়েছে।
গাছ রোপণ করা বিষয়ক খাতে চীন অনেক গুরুত্ব দেয়। এ বিষয়ে আপনি কি মনে করেন?
তৌহিদ:...
সংগীত
বন্ধুরা, চীনে আছে অনেক ফুটবলপ্রেমী। বর্তমানে দেশের কুই চৌয়ের ‘ ছুন ছাও’ ফুটবল সুপারলিগ চলছে। এ সুপারলিগের প্রতি সবার আগ্রহ আছে। আমরা এখন এ সম্পর্কিত কথা বলব, কেমন?