বাংলা

এক বছরে ১ লাখ ৮৩ হাজার যাত্রী চলাচল চীন-লাওস রেলপথে

CMGPublished: 2024-04-22 15:32:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

লাওসে কৃষি পণ্য আমদানি-রপ্তানি করা চীনা ব্যবসায়ী চৌ ওয়েননিয়ান বলেন, “চীন-লাওস রেলপথ চালু হবার আগে, সড়কপথ দিয়ে খুনমিং থেকে ভিয়েনটিয়ানে যেতে খুব বেশি সময় লাগতো। প্রতি দুই বা তিন মাসে আমি একবার যাতায়াত করতাম। এখন চীন-লাওস রেলপথ দিয়ে একই দিনে পৌঁছানো যায়। প্রত্যেক সপ্তাহে আমি দুয়েক বার করে যাতায়াত করি। ব্যবসা করতে অনেক সুবিধা হয়েছে।”

মোহান সীমান্ত চেকপয়েন্টের প্রধান ওয়াং ছিয়াং জানান, প্রবেশ ও প্রস্থানকারী যাত্রীর চাপ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় এবং বন্দরের উন্নয়নের প্রক্রিয়ায় চেকপয়েন্ট নতুন পরিষেবা ব্যবস্থা উদ্ভাবন চালু করেছে। যেমন প্রবেশ ও প্রস্থানকারী পর্যটন দলের অনলাইন বুকিং এবং ২৪ ঘন্টা বাধামুক্ত ছাড়পত্র ইত্যাদি সুবিধাজনক ব্যবস্থার মাধ্যম রেলপথ ও শুল্কসহ বিভিন্ন বিভাগের সঙ্গে ওয়ান-স্টপ কাস্টমস ক্লিয়ারেন্স সেবা কার্যকর করা হয়েছে। ফলে কার্যকরভাবে বন্দরের মসৃণ ও দ্রুত ক্লিয়ারেন্স নিশ্চিত করা সম্ভব হয়েছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn